মির্জা ফখরুলের বগুড়া-৬ আসন শূন্য ঘোষণা

ঢাকা প্রতিনিধি:  একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জাতীয় সংসদের সদস্য হিসেবে শপথ না নেওয়ায় বগুড়া-৬ আসন শূন্য ঘোষণা করা হয়েছে।

আজ মঙ্গলবার জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী এ তথ্য জানিয়েছেন।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে  বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ওই আসন থেকে নির্বাচিত হয়েছিলেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিএনপির মোট ৬ জন প্রার্থী সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছিলেন।

এর মধ্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়া বাকি ৫ জন শপথ নিয়েছেন।

নিয়ম অনুযায়ী জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরুর ৯০ দিনের মধ্যে কোনো নির্বাচিত ব্যক্তি শপথ না নিলে বা স্পিকারকে অবহিত না করলে সদস্য পদ খারিজ হবে।

মির্জা ফখরুলের সেই ৯০ দিন পার হয়েছে আজ মঙ্গলবার। এ দিনের মধ্যে তিনি শপথ নেননি বা স্পিকারকে অবহিত করেননি। ফলে নিয়ম অনুযায়ী তার আসন শূন্য হয়েছে।

এদিকে মির্জা ফখরুল শপথ নেবেন , স্পিকারের কাছে সময় চেয়েছেন বলে গণমাধ্যমে যে খবর বেরিয়েছিল তা অস্বীকার করেছেন তিনি।

তিনি বলেন, রাজনৈতিক কৌশলের অংশ হিসেবেই এখনও শপথ নেয়া থেকে বিরত আছেন তিনি।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ঢাকা প্রতিনিধি মো: ফারুক আহম্মেদ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.