মির্জা ফখরুলের নির্বাচনি প্রচারণার মাঠে কন্যা শামারুহ

ঠাকুরগাঁও প্রতিনিধি: মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নির্বাচনি প্রচারণায় অংশ নিতে অস্ট্রেলিয়া থেকে দেশে ফিরেছেন মেয়ে মির্জা শামারুহ।

গতকাল বৃহস্পতিবার দেশে ফিরে  ঠাকুরগাঁও-১ আসনে ধানের শীষের পক্ষে নির্বাচনী প্রচারে অংশ নেন তিনি। জাতীয় পার্টির ওয়ার্ড সভাপতি তার প্রচার সমাবেশ থেকেই বিএনপিতে যোগ দেন।

বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান।

গতকাল বৃহস্পতিবার সারাদিন ঠাকুরগাঁওয়ের বিভিন্ন এলাকায় নির্বাচনী গণসংযোগে অংশ নেন তিনি।

এসব সভায় বক্তব্যে ধানের শীষে ভোট দিতে আহ্বান জানিয়ে তিনি বলেন, আমার বাবা এই ৭০ বছর বয়সে আপনাদের জন্য লড়াই করে যাচ্ছেন। উনি যৌবনে স্বাধীনতার জন্য লড়েছেন, বৃদ্ধ অবস্থায়ও লড়েছেন। আপনারা কি থাকবেন না তার জন্য?

মির্জা ফখরুলের সরকারি চাকরি ছেড়ে রাজনীতিতে যোগ দেয়ার কথা উল্লেখ করে শামারুহ বলেন, আমরা দুই বোন যখন ছোট ছিলাম তখনই বাবা চাকরি বাদ দিয়ে মানুষের সেবা করতে রাজনীতিতে যোগ দেন। জনগণের সেবা করতে গিয়ে তিনি বারবার জেল খেটেছেন। শুধু আপনাদের সেবা করার জন্যে। এবারের ভোট শুধু ধানের শীষের জন্যে নয়, বরং দেশ রক্ষার জন্যে হলেও এবারের ভোটে ধানের শীষকে জয়ী করতে হবে।

এসময় শামারুহের সাথে স্থানীয় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.