মিরসরাইয়ে পিকনিক বাস খাদে, নিহত-১, আহত-৮

চট্টগ্রাম প্রতিনিধি: মানসিক ভারসম্যহীন এক ব্যক্তিকে সাইড দিতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়েছে শিক্ষার্থীদের বহনকারী একটি পিকনিক বাস। এতে একজন নিহতের পাশাপাশি অন্তত ৮ জন আহতের খবর পাওয়া গেছে।
শুক্রবার (২৪ জানুয়ারি) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাইয়ের মিঠাছরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় মানসিক ভারসম্যহীন ওই ব্যক্তি প্রাণ হারালেও তার নাম জানা যায়নি। দুর্ঘটনায় আহতদের স্থানীয় বেসরকারি হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে৷
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, নারায়ণগঞ্জ তুলারাম কলেজ থেকে শিক্ষার্থী-শিক্ষকদের নিয়ে চট্টগ্রামের দিকে যাচ্ছিল পিকনিক বাসটি। বাসটি মিরসরাই মিঠাছরা এলাকায় পৌঁছালে একজন মানসিক ভারসম্যহীন লোক বাসটির সামনে চলে আসেন। ওই সময় লোকটিকে পাশ কাটাতে গিয়ে পাশের গাছের সঙ্গে ধাক্কা লেগে বাসটি খাদে পড়ে যায়।
জোরারগঞ্জ হাইওয়ে থানার উপ-পরিদর্শক বোরহান উদ্দিন বিটিসি নিউজকে বলেন, শিক্ষার্থীরা নারায়ণগঞ্জ থেকে চট্টগ্রামের দিকে শিক্ষা সফরে যাচ্ছিল। ঢাকা-চট্টগ্রামের মিঠাছরা পার হওয়ার সময় এক মানসিক ভারসাম্যহীন লোককে বাঁচাতে গিয়ে মহাসড়কের পাশে একটি গাছসহ আছড়ে পড়ে৷ এতে মানসিক ভারসাম্যহীন লোকটি ঘটনাস্থলেই মারা যায়৷ আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর চট্টগ্রাম প্রতিনিধি মো. মোতাহার আলী। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.