BTC News | বিটিসি নিউজ

আজ- শুক্রবার, ২৬শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১১ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ৬ই রজব, ১৪৪৭ হিজরি

আজ- ২৬শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

মিরসরাইয়ে চলন্ত গাড়ির পেছনে পিকআপের ধাক্কায় নিহত-১

মিরসরাইয়ে চলন্ত গাড়ির পেছনে পিকআপের ধাক্কায় নিহত-১

চট্টগ্রাম প্রতিনিধি: মিরসরাইয়ে চলন্ত গাড়ির পেছনে ফল ও সবজি বোঝাই পিকআপের ধাক্কায় গাড়িটি দুমড়ে-মুচড়ে একজন নিহত ও একজন আহত হয়েছেন। নিহত ব্যবসায়ী মোহাম্মদ শফিউল (৪০) কক্সবাজারের রামু উপজেলার বাসিন্দা। আহত লোকমান হাসেম (৩৬) বরিশালের পিরোজপুর জেলার বাসিন্দা।

শনিবার (২৯ নভেম্বর) ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নিজামপুর উত্তর বাইপাস এলাকায় চট্টগ্রামমুখী লেনে দুর্ঘটনাটি ঘটে।

পুলিশ সূত্রে জানা গেছে, নিহত ও আহত দু’জন ঢাকা থেকে ব্যবসার উদ্দেশ্যে আনারস, পেঁপে ও কাঁচামরিচ নিয়ে চট্টগ্রামের দিকে যাচ্ছিলেন। মিরসরাই অতিক্রমের সময় নিজামপুর এলাকায় চলন্ত গাড়ির পেছনে নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপটি ধাক্কা দিলে গাড়িটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই একজন ব্যবসায়ী নিহত হন।

মিরসরাই ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশনের কর্মকর্তা আহামেদ হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে একজনকে জীবিত এবং একজনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। তিনি বলেন, “মহাসড়কে ঘুম নিয়ে গাড়ি চালানোর কারণে দুর্ঘটনা দিন দিন বাড়ছে।”

কুমিরা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাকির রব্বানী বলেন, “ভোরে দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিসের সহায়তায় মরদেহ থানায় আনা হয়েছে। পরিবারের আবেদনের পর পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।” তিনি আরও বলেন, “বেপরোয়া গতি এবং ঘুম নিয়ে গাড়ি চালানোই দুর্ঘটনার অন্যতম কারণ।”

এছাড়া শুক্রবার (২৮ নভেম্বর) রাত ৮টার দিকে উপজেলার জোরারগঞ্জ বাজারে মোটরসাইকেল দুর্ঘটনায় খোকা সওদাগর নামে একজন নিহত হন। তিনি করেরহাট ইউনিয়নের দক্ষিণ আলিনগর উত্তর পাড়ার বাসিন্দা।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর চট্টগ্রাম প্রতিনিধি মো. মোতাহার আলী। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
তারেক রহমানকে স্বাগত জানাতে জাতীয় স্মৃতিসৌধে ব্যাপক প্রস্তুতি জিয়াউর রহমানের কবর জিয়ারতে যাচ্ছেন তারেক রহমান তারেক রহমানের বাসার সামনে প্রস্তুত বিশেষ বুলেট প্রুফ গাড়ি মেক্সিকোতে ভয়াবহ বাস দুর্ঘটনা, নিহত-১০ তারেক রহমানের প্রত্যাবর্তন-সংবর্ধনা ঘিরে জনদুর্ভোগের জন্য বিএনপি’র দুঃখ প্রকাশ তুরস্কে ১১৫ জন সন্দেহভাজন আইএস সদস্য গ্রেপ্তার ইসরায়েলি বিমান হামলায় লেবাননে নিহত-৩ অরুণাচলকে চীনের ‘মূল স্বার্থ’ হিসেবে অভিহিত করলো পেন্টাগন মেঘনায় লঞ্চ দুর্ঘটনা: ঝালকাঠিতে ৪ কর্মীসহ ‘এ্যাডভেঞ্চার-৯’ আটক চাঁদপুরে মেঘনা নদীতে ঘন কুয়াশায় দুই লঞ্চের সংঘর্ষ, নিহত-৪