মিরপুর-১০ ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করছে শিক্ষার্থীরা

ঢাকা প্রতিনিধি: আওয়ামী লীগ সরকারের বিদায়ের প্রথম দিনে রাজধানী ঢাকার রাস্তায় সীমিত যান চলাচল করছে। আজ সকালে থেকে ঢাকার বিভিন্ন পয়েন্টে ট্রাফিক পুলিশ দেখা যাচ্ছে না।
ট্রাফিক বিহীন চলছে যান চলাচল। ট্রাফিক না থাকায় কিছুটা ভোগান্তিতে পরেছে মানুষ। জনগণের ভোগান্তি দূর করতে এগিয়ে এসেছে শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা ট্রাফিক পুলিশের ভুমিকা পালন করছে।
আজ মঙ্গলবার (০৬ আগষ্ট) দুপুর ১টার দিকে মিরপুর-১০ শিক্ষার্থীদের লাঠি হাতে ট্রাফিকের দায়িত্ব পালন করতে দেখা যায়।
ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করা এক শিক্ষার্থী বলেন, দেশে যে শান্তির পরিবেশ বিরাজ করছে তা যেন বিঘ্ন না হয় তার জন্য তারা ট্রাফিকের দায়িত্ব পালন করছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ঢাকা প্রতিনিধি মারুফ সরকার। #

 

Comments are closed, but trackbacks and pingbacks are open.