মিরপুরে পুলিশ-বিজিবি সতর্কতা অবস্থান

ঢাকা প্রতিনিধি: সাধারণ শিক্ষার্থীদের ৯ দফা দাবি আদায়ে পূর্বঘোষণা অনুযায়ী আজ শনিবার (৩ আগস্ট) রাজধানীসহ সারাদেশে বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
এর অংশ হিসেবে শনিবার দুপুর ১২টার থেকে এখন পর্যন্ত মিরপুর ১০ অবস্থান নিয়েছে কয়েক’শ শিক্ষার্থীরা। এসময় চারপাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। এখন পর্যন্ত তারা মিরপুর-১০ করে রেখেছে। পুলিশের পক্ষ থেকে তিনটা পর্যন্ত সময় দেওয়া হলেও এখন পর্যন্ত মিরপুর-১০ ছাড়েনি কোটা আন্দোলনকারীরা।
মিরপুর ১০ এ এক পাশে অবস্থান করছেন পুলিশ আর এক পাশে বিজিবি অবস্থান করছেন।
এদিকে ছাত্ররা রাস্তার উপর নানা রকম লেখা লেখছেন। পুলিশে পক্ষ থেকে বারবার বোঝানোর চেষ্টা করা হলেও কোনোভাবেই মিরপুর-১০ ছাড়তে রাজি না। আর এক পাশে অবস্থান করছে বিজিবি।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ঢাকা প্রতিনিধি মারুফ সরকার। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.