মিরপুরে অজ্ঞাত বৃদ্ধের লাশ উদ্ধার করলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন

 

ঢাকা প্রতিনিধি: মিরপুর-১০ এলাকায় অজ্ঞাত বৃদ্ধের লাশ উদ্ধার করলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সদস্যরা। আজ বুধবার দুপুরে এই লাশ উদ্ধার করা হয়। তবে এই রিপোর্ট লেখা পর্যন্ত লাশ এখনো পুলিশের কাছে হস্তান্তর করা হয়নি।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা এস.এম. সায়েম এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, আমাদের কিছু ভলেন্টিয়ার মিরপুর-১০ এলাকায় কাজ করতেছিলো। হঠাৎ করে আমাকে কল দিয়ে বলে মিরপুর-১০ এলাকায় এক বৃদ্ধের লাশ পাওয়া গিয়েছে।
পরবর্তীতে আমরা সেখানে আসি। লাশটাকে আমরা পলিথিন দিয়ে ঢেকে রাখি। আমরা পুলিশের সাথে যোগাযোগ করেছি। তারা আসবে বলে বলে এখন পর্যন্ত এখানে আসেনি। আমরা সেনাবাহিনী কেউ জানিয়েছি ব্যাপারটি।
তবে একটা আশ্চর্যের বিষয় হলো এখানে এতগুলো দোকান রয়েছে এত মানুষ যাওয়া আসা করে কেউ লাশটি একবার দেখতেও আসেনি। আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা আছি তারাই কয়েকজন শুধু এটিকে দেখে রাখছি। তবে আশা করি কিছুক্ষণের মধ্যে পুলিশ লাশটি গ্রহণ করবে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ঢাকা প্রতিনিধি মারুফ সরকার। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.