BTC News | বিটিসি নিউজ

আজ- বৃহস্পতিবার, ২৫শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১০ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ৫ই রজব, ১৪৪৭ হিজরি

আজ- ২৫শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

মিয়ানমারে পাচারের সময় দুই ট্রলারভর্তি সিমেন্ট-মশার কয়েলসহ আটক-২২

মিয়ানমারে পাচারের সময় দুই ট্রলারভর্তি সিমেন্ট-মশার কয়েলসহ আটক-২২

চট্টগ্রাম ব্যুরো: সমুদ্রপথে মিয়ানমারে পাচারের সময় বঙ্গোপসাগরের ছেঁড়াদ্বীপ থেকে ১৩০০ বস্তা সিমেন্ট, ৭২০০ প্যাকেট মশার কয়েলসহ ২২ জনকে আটক করেছে কোস্টগার্ড। এ সময় পাচারে ব্যবহৃত দুটি ট্রলারও জব্দ করা হয়।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুরে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে কোস্টগার্ড জাহাজ জয় বাংলা সেন্টমার্টিনের ছেড়াদ্বীপ হতে দক্ষিণ-পূর্ব সংলগ্ন সমুদ্র এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযানে সন্দেহজনক দুটি ট্রলার তল্লাশি করে অবৈধভাবে শুল্ক-কর ফাঁকি দিয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে বহন করা প্রায় ১০ লাখ ৭৪ হাজার টাকা মূল্যের ১৩০০ বস্তা সিমেন্ট ও ৭ হাজার ২০০ প্যাকেট মশার কয়েলসহ ২২ জন পাচারকারীকে আটক করে।

জব্দ করা মালামাল,পাচার কাজে ব্যবহৃত বোট ও আটক ব্যক্তিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি আরও জানান, পাচার ও চোরাচালান রোধে কোস্টগার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর চট্টগ্রাম ব্যুরো প্রধান স. ম. জিয়াউর রহমান। #

 

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ