BTC News | বিটিসি নিউজ

আজ- রবিবার, ২৮শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৩ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ৮ই রজব, ১৪৪৭ হিজরি

আজ- ২৮শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

মিয়ানমারে পাচারকালে সিমেন্টবোঝাই ৩ ট্রলার জব্দ সহ আটক-৩০

মিয়ানমারে পাচারকালে সিমেন্টবোঝাই ৩ ট্রলার জব্দ সহ আটক-৩০

চট্টগ্রাম ব্যুরো: মিয়ানমারে পাচারকালে সিমেন্টবোঝাই তিনটি ট্রলারসহ ৩০ জন মাঝিমাল্লাকে আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী। বঙ্গোপসাগরের সেন্টমার্টিন সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

শনিবার (৬ ডিসেম্বর) নৌবাহিনীর পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে শুক্রবার রাতে এই অভিযান পরিচালনা করা হয়।

নৌবাহিনী জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে যে, চট্টগ্রাম ও নোয়াখালীর সোলেমান বাজার, লক্ষীরচর ও সুবর্ণচর এলাকা থেকে সিমেন্টবোঝাই তিনটি ট্রলার মিয়ানমারের উদ্দেশ্যে রওনা হয়েছে। এমন তথ্যের ভিত্তিতে সমুদ্রে অবস্থানরত নৌবাহিনীর জাহাজ ও ট্রলারসমূহ সেন্টমার্টিন ও তৎসংলগ্ন এলাকায় টহল জোরদার করে।

শুক্রবার রাতে টহল চলাকালে নৌবাহিনীর যুদ্ধজাহাজ ‘প্রত্যাশা’ সন্দেহজনক তিনটি ইঞ্জিনচালিত ট্রলার শনাক্ত করে। এ সময় থামার নির্দেশ দেয়া হলে ট্রলারগুলো পালানোর চেষ্টা করে। পরে নৌবাহিনীর জাহাজ তাৎক্ষণিক ধাওয়া করে ট্রলারগুলোকে আটক করতে সক্ষম হয়।

আটক ট্রলারগুলো হলো: এফবি আল্লাহর দান, এফবি আলাউদ্দিন-১ ও এফবি আলাউদ্দিন-২। পরে এসব ট্রলার তল্লাশি করে ১ হাজার ৫৫০ বস্তা সিমেন্ট জব্দ করা হয়। এ সময় চোরাচালানের সঙ্গে সম্পৃক্ত ৩০ জন মাঝিমাল্লাকেও আটক করা হয়।

নৌবাহিনী আরও জানায়, জব্দ করা ট্রলার, মালামাল ও আটক ব্যক্তিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে। মিয়ানমারে অধিক মূল্যে বিক্রির আশায় এক শ্রেণির অসাধু ব্যবসায়ী দীর্ঘদিন ধরে এভাবে চোরাচালান কার্যক্রম পরিচালনা করে আসছে। দেশের সার্বভৌমত্ব রক্ষা, সমুদ্রসীমায় অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধ, জলদস্যুতা ও চোরাচালান দমনে নৌবাহিনী নিয়মিত টহল অব্যাহত রেখেছে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর চট্টগ্রাম ব্যুরো প্রধান স. ম. জিয়াউর রহমান। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
গ্রিসের ক্রিট উপকূল থেকে ৪০০ অভিবাসন প্রত্যাশী উদ্ধার টেকনাফে সাগরপথে মালয়েশিয়া পাচারকালে নারী ও শিশুসহ উদ্ধার-১৮ ২৬ তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন জুবায়ের রহমান চৌধুরী বিএনপির চেয়ারপার্সনের কার্যালয়ে তারেক রহমান রাজশাহীতে র‌্যাবের অভিযানে বিদেশী পিস্তল ও পাইপগান উদ্ধার গুয়াতেমালায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত-১৫, আহত-১৯ কেরানীগঞ্জে মাদ্রাসায় বিস্ফোরণ: বিপুল রাসায়নিক উদ্ধার, তিন নারী গ্রেফতার ঠাকুরগাঁওয়ে শাহ সত্যপীরের মাজার-কয়েকটি কবর ভাঙচুর শিবগঞ্জে খুঁটিতে বেঁধে যুবকের হাত-পা কেটে নেওয়ার চেষ্টা, জামায়াতের ২ কর্মী গ্রেপ্তার চরহনুমন্ত নগরে বিজিবির অভিযানে ভারতীয় মদ জব্দ, পালিয়েছে পাচারকারী