মিড-ডে মিলে মরা টিকটিকি

কলকাতা (ভারত) প্রতিনিধি: ভারতের কর্ণাটকের একটি সরকারি স্কুলের মিড-ডে মিলে পাওয়া গেল মরা টিকটিকি। পড়ুয়ারা তাদের মিড-ডে মিল খাবার সময় মরা টিকটিকি দেখতে পেয়ে অভিভাবক ও কর্তৃপক্ষদের জানায়।
এই খাবার খেয়ে প্রায় ৮০জন পড়ুয়া অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়।
পরে সবাইকেই চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয় বলে সূত্রের খবর।
এই ঘটনায় অভিভাবক ও প্রশাসনিক মহলে তীব্র উত্তেজনা ছড়ায়। অভিভাবকেরা এই ঘটনায় স্কুল কর্তৃপক্ষকেই দায়ি করেছে। ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছে হাভেলি জেলার প্রশাসন।
পুলিশ সূত্রের খবর, ছাত্ররা দুপুরের খাবারের শেষের মুখে দেখতে পায় মৃত টিকিটিকির টুকরো টুকরো অংশ। ততক্ষণে অনেকেরই খাবার হয়ে গিয়েছে। একে একে অসুস্থ হতে থাকে পড়ুয়রা। শিক্ষকরা ছাত্রদের দ্রুত স্থানিয় হাসপাতালে ভর্তি করান।
এর আগেও মিড-ডে মিল নিয়ে অনেক অভিযোগ অনেক জায়গা থেকে পাওয়া গিয়েছিল। সম্প্রতি তামিলনাড়ুর একটি সরকারি স্কুলের মিড-ডে মিলে পচা ডিমের অভিযোগ উঠেছিল।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ (বাংলাদেশ) এর কলকাতা (ভারত) প্রতিনিধি স্বপন দেব। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.