মিঠাপুকুরে ১৯১ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী আটক

রংপুর প্রতিনিধি: রংপুরের মিঠাপুকুরে ১৯১ বোতল ফেনসিডিলসহ নুর ইসলাম (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। গতকাল শনিবার (০৬ ফেব্রুয়ারী) দিবাগত রাত ১টার দিকে উপজেলার শঠিবাড়ী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত নুর ইসলাম দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার পাথরহাট গ্রামের গোলাম মোস্তফার ছেলে।
রংপুর জেলার সিনিয়র সহকারী পুলিশ সুপার (ডি-সার্কেল) কামরুজ্জামান বিটিসি নিউজকে জানান, রাত ১টার দিকে গোপন সূত্রে সংবাদ আসে মাদকের একটি চালান নিয়ে শঠিবাড়ি এলাকায় এক মাদক ব্যবসায়ী অবস্থান করছে। খবর পেয়ে ওই এলাকায় অভিযান চালায় মিঠাপুকুর থানা পুলিশের একটি দল। এসময় অভিনব কৌশলে লুকিয়ে রাখা ১৯১ বোতল ফেনসিডিলসহ নুর ইসলাম নামে এক মদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী নুর ইসলাম জানান, সে দীর্ঘদিন থেকে সীমান্তবর্তী এলাকা হতে বিশেষ কৌশলে ফেনসিডিল এনে শঠিবাড়ীসহ উপজেলার বিভিন্ন এলাকায় বিক্রয় করে আসছিলো। এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর রংপুর প্রতিনিধি এস এম রাফাত হোসেন বাঁধন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.