BTC News | বিটিসি নিউজ

আজ- বৃহস্পতিবার, ২৫শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১০ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ৫ই রজব, ১৪৪৭ হিজরি

আজ- ২৫শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

মা ইলিশ সংরক্ষণে বাগেরহাটে মোবাইল কোর্ট পরিচালনা, সাড়ে ৪ হাজার মিটার জাল ধ্বংস

মা ইলিশ সংরক্ষণে বাগেরহাটে মোবাইল কোর্ট পরিচালনা, সাড়ে ৪ হাজার মিটার জাল ধ্বংস

বাগেরহাট প্রতিনিধি: মা ইলিশ সংরক্ষণ অভিযান – ২০২৫’ – কে সফল করতে ভৈরব নদীতে বিভিন্ন জায়গায় অভিযানসহ বাগেরহাট উপজেলার দড়াটানা নদীর বিভিন্ন স্থানে এ অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

অভিযানে এডিশনাল এসপি মোঃ শামীম এর নেতৃত্বে ২০ অক্টোবর (সোমবার) দিনব্যাপী এই কর্মসূচিতে বাগেরহাট জেলা মৎস অফিসার রাজকুমার বিশ্বাস,বাগেরহাট সদর উপজেলা নির্বাহী অফিসার এস এম মুস্তাফিজুর রহমান, সদর উপজেলা মৎস্য কর্মকর্তা মো. ফেরদৌস আনসারীসহ সংশ্লিষ্টরা অংশ নেন।

এই সময় জেলেদের কাছ থেকে প্রায় সাড়ে চার হাজার মিটারের আটটি বেহুন্দিজাল উদ্ধার করা হয়। যার বাজার মূল্য প্রায় তিন লক্ষ টাকা। (২০ অক্টোবর) রাতে বাগেরহাট কেবি মৎস্য বাজার প্রাঙ্গণে উদ্ধারকৃত জাল গুলি পুড়িয়ে ধ্বংস করা হয়। জেলা মৎস্য অফিস এর আয়োজন করে।

বাগেরহাট সদর উপজেলা মৎস্য কর্মকর্তা মো. ফেরদৌস আনসারী বলেন এই ধরনের অভিযান আমাদের অব্যাহত থাকবে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বাগেরহাট প্রতিনিধি মাসুম হাওলাদার। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ