মায়াপুর ইস্কনে সম্পূর্ণ অনারম্ভে পালিত হলো রথযাত্রা (ভিডিও)

নদীয়া (ভারতপ্রতিনিধি: প্রতিবছর যেরকম ভাবে মহা আরম্ভরের সাথে ইস্কন মায়াপুরে রথযাত্রা পালিত হয় এবার হলো না সেই রকম ভাবে রথযাত্রা। গত বছরও রথযাত্রা কোভিড বিধির জন্য পালিত হয়েছিল সংক্ষেপে এবছর আরো সংক্ষেপে পালিত হলো রথযাত্রা।
আগে মায়াপুরের রাজাপুর থেকে তিনটি রথে একটি জগন্নাথ একটিতে সুভদ্রা এবং অন্যটিতে বলোভদ্র অর্থাৎ বলরাম চেপে মায়াপুর ইস্কনে আসতো কিন্তু কোভিড কারণে কোনো রকম আরম্ভর ছারা শুধু মাত্র ইস্কনের মধ্যেই পালিত হচ্ছে গত দুবছর যাবৎ।
মায়াপুর ইস্কনে রথের দুদিন অর্থাৎ রথ এবং পুন: রথের দিন সর্বসাধারণের জন্য প্রবেশ নিষেধ করা হয়েছে। শুধুমাত্র ইস্কনের মন্দিরে নিদিষ্ট সংখ্যক সেবাইত রাই রথের দরি টান দিলেন।
সেখানে ছিলোনা কোনো সাধারণ মানুষ বা ভক্তদের সমাগম।
প্রতিবছর যেখানে দীর্ঘ প্রায় ৫ কিলোমিটার পথ অতিক্রম করে রাজাপুর থেকে ইস্কনে আসতো কিন্তু এবছর শুধুমাত্র প্রায় ২০০ মিটার পথ অতিক্রম করেই সম্পুর্ণ হলো রথযাত্রা।
আজ সোমবার (১২ জুলাই) সকাল ১০ টায় শুরু হয় রথ যাত্রা এবং প্রায় ১১ টা নাগাদ শেষ হয় এই রথযাত্রা। রথ শেষ হয়ে জগন্নাথ,সুভদ্রা এবং বলরাম দেব কে ইস্কনের মুল মন্দির রাধাকৃষ্ণ মন্দিরে রাখা হয়।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ (বাংলাদেশএর নদীয়া (ভারতপ্রতিনিধি গোপাল বিশ্বাস। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.