মাহবুব জামান ভুলুর ১ম মৃত্যুবার্ষিকীতে গরীব ও দুস্থ্যদের মাঝে খাবার বিতরণ

রাসিক প্রতিবেদক:  রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি, জেলা পরিষদের সাবেক প্রশাসক মাহবুব জামান ভুলুর ১ম মৃত্যু বার্ষিকীতে মহানগর আওয়ামী লীগের উদ্যোগে গরীব ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।

আজ বুধবার দুপুরে গণকপাড়া মোড়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খাবার বিতরণ করেন মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।

অনুষ্ঠানে মেয়র খায়রুজ্জামান লিটন বলেন, মাহবুব জামান ভুলু ছিলেন আমাদের মাথার উপরে বটবৃক্ষ। রাজশাহী আওয়ামী লীগে তার অবদান স্মরণীয় হয়ে থাকবে।

অনুষ্ঠানে মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার, সহ-সভাপতি মুক্তিযোদ্ধা মীর ইকবাল, নিঘাত পারভীন, সাবেক এমপি জিন্নাতুন নেসা তালুকদার, উপ-প্রচার সম্পাদক মীর ইশতিয়াক আহমেদ লিমন প্রমুখ।

খাবার বিতরণের পূর্বে মরহুম মাহবুব জামান ভুলুর আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। #প্রেস বিজ্ঞপ্তি#

Comments are closed, but trackbacks and pingbacks are open.