নিজস্ব প্রতিবেদক: রাজশাহী জেলা টেবিল টেনিস কমিউনিটির উদ্দ্যোগে মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে মাসিক টেবিল টেনিস প্রতিযোগিতা অনুষ্টিত হয়েছে। দুইদিন ব্যাপী মাসিক টেবিল টেনিস প্রতিযোগিতায় বালক ও বালিকা বিভাগে ১৪ খেলোয়াড় অংশ গ্রহন করেন।
শনিবার (২৬ অক্টোবর) সন্ধ্যায় খেলা শেষে চ্যাম্পিয়ন তাহমিদ ও রানারআপ হামজা এর হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) সরকার অসীম কুমার। এর আগে তিনি বলেন আজ কাল ছেলেমেয়েরা লেখাপাড়া ও খেলাধুলাই মনোযোগ না দিয়ে মোবাইল নিয়ে ব্যাস্ত সময় কাটাছেন যা আমাদের কাম্য নয়।
প্রতিটি বাবা মাযের উচিৎ হবে ছেলেমেয়েদের সঠিক পথে এগিয়ে নিয়ে গড়ে তোলা। তাহলেই তারা মানুষের মত মানুষ হয়ে গড়ে উঠবে ও ভবিষ্যতে সুন্দর একটি দেশ জাতীকে উপহার দিতে পারবে বলে আশাবাদ ব্যাক্ত করেন।
এছাড়াও তিনি বলেন প্রতিটি ইভেন্টের স্থানীয় ও জাতীয় পর্যায়ের খেলাধুলা চলমান থাকবে। জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থা খেলাধুলার উন্নয়নের জন্য পাশে থেকে প্রয়োজনীয় সার্বিক সহযোগিতা করবে।
প্রাক্তন জাতীয টেবিল টেনিস খেলোয়াড় মেহেদী হাসানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে জেলা ক্রীড়া অফিসার ও রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব গৌতম কুমার সরকার উপস্থিত ছিলেন।
বিশেষ অতিথির বক্তব্যে তিনি বলেন রাজশাহীতে খেলাধুলার উন্নয়নের জন্য জেলা ক্রীড়া অফিস পাশে থাকবে ও সব ধরনের সাহায্য সহযোগিতা করবে। খেলোয়াড়দের মধ্যে থেকে বক্তব্য দেন প্রাক্তন টি টি খেলোয়াড় আফরোজা আক্তার রিপা।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানটি সঞ্চলনা করেন সাবেক টি টি কমিটির আহবায়ক ও প্রাক্তন টি টি খেলোয়াড় একেএম মোহায়মেনুল হক নিশান।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি জি, এম হাসান-ই-সালাম (বাবুল) রাজশাহী। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.