মাসব্যাপি অনুর্ধ-১৬ বালক বালিকা সাঁতার প্রশিক্ষন শিবির শুরু

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী জেলা ক্রীড়া অফিসের উদ্দ্যোগে জেলা ক্রীড়া সংস্থার সুইমিংপুলে মাসব্যাপী অনুর্ধ-১৬ বালক বালিকা সাঁতার প্রশিক্ষন শিবির আজ সোমবার শুরু হয়েছে।
প্রশিক্ষন প্রদান করবেন সুইমিং কোচ আবু বকর হায়দার রিপন। তাকে সহযোগিতা করবের সহকারী সুইমিং কোচ মোঃ আব্দুর রউফ রিপন। এই প্রশিক্ষন শিবিরের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি মুহাম্মদ শরিফুল হক।
এর আগে তিনি বলেন আমাদের ছেলেমেয়েদের ভালো করে নিয়মিত সাঁতার প্রশিক্ষন দিতে হবে যেন তারা জাতীয় ও আন্তর্জাতিক মানের সাঁতারু হতে পারে। ভবিষ্যতে আন্তর্জাতিক মানের সাতারু হতে পারলেই একদিন দেশের সুনাম বয়ে আনবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে জেলা সাঁতার সমিতির আহবায়ক মোঃ আব্দুল হান্নানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা ক্রীড়া অফিসার মোঃ জাহাঙ্গীর হোসেন, রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক মোঃ ওয়াহেদুন নবী, অতিরিক্ত সাধারন সম্পাদক মোঃ শামসুজ্জামান রতন। এ সময় সাঁতার সমিতির সদস্য সচিব মোঃ সিরাজুল ইসলাম সিরাজসহ অন্য কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি জি, এম হাসান সালাম (বাবুল) রাজশাহী। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.