মালয়েশিয়ায় গোলাগুলিতে বিমান বাহিনীর ৪ সদস্য নিহত

(মালয়েশিয়ায় গোলাগুলিতে বিমান বাহিনীর ৪ সদস্য নিহত–ছবি: সংগৃহীত)
বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: মালয়েশিয়ায় বিমান বাহিনীর (আরএমএএফ) একটি ঘাঁটিতে গোলাগুলিতে অন্তত চার সদস্যের প্রাণহানি ঘটেছে। গতকাল শুক্রবার (১৩ আগস্ট) স্থানীয় সময় সকাল সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় গণমাধ্যম বলছে, গোলাগুলিতে নিহত বিমানবাহিনীর কর্মীরা সেখানে করোনাভাইরাস কোয়ারেন্টাইন পালন করছিলেন। সেখানকার এক সদস্য একটি নিরাপত্তা চৌকি থেকে আগ্নেয়াস্ত্র ছিনিয়ে নেওয়ার পর গুলি চালালে তাদের প্রাণহানি ঘটে।
এ সময় তার একজন সহকর্মী আগ্নেয়াস্ত্রধারীকে শান্ত করার চেষ্টা করলে তিনি বলেন, আপনি বাঁচতে নাকি মরতে চান? পরে তার তলপেটে গুলি চালিয়ে হত্যা করেন এবং অন্যদের লক্ষ্য করে গুলি চালান। গোলাগুলির এই ঘটনায় ঘটনাস্থলেই দু’জনের প্রাণহানি ঘটে এবং তৃতীয়জন আহত অবস্থায় একটি ক্লিনিকে যাওয়ার পর মারা যান।
সহকর্মীদের হত্যার পর ওই বন্দুকধারীও গুলি চালিয়ে আত্মহত্যা করেন। কর্তৃপক্ষ এই হত্যাকাণ্ডের উদ্দেশ্য জানতে তদন্ত শুরু করেছে; যা এখনও পরিষ্কার নয়। গোলাগুলির সময় সব কর্মকর্তাই দায়িত্বরত ছিলেন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.