মাল্টার জালে নেদারল‍্যান্ডসের ৮ গোল

বিটিসি স্পোর্টস ডেস্ক: শক্তি, সামর্থ‍্য, ঐতিহ‍্যে অনেক পিছিয়ে থাকা মাল্টার জালে গোল উৎসব করল নেদারল‍্যান্ডস। একপেশে ম‍্যাচে জোড়া লক্ষ‍্যভেদে ডাচদের হয়ে সর্বোচ্চ গোলের রেকর্ড স্পর্শ করলেন মেমফিস ডিপাই।
বিশ্বকাপ বাছাই পর্বের ম‍্যাচে মঙ্গলবার রাতে ৮-০ গোলে জিতেছে নেদারল‍্যান্ডস।
নবম মিনিটে সফল স্পট কিকে দলকে এগিয়ে নেন মেমফিস। সাত মিনিট পর গতিময় শটে তিনিই বাড়ান ব‍্যবধান। ভাগ বসান নেদারল‍্যান্ডসের হয়ে রবিন ফন পার্সির সর্বোচ্চ গোলের রেকর্ডে। দুইজনই ৫০ গোল করেন ১০২ ম‍্যাচে।
বদলি নামা ডনিয়েল মালেনও করেন জোড়া গোল। একটি করে গোল করেন অধিনায়ক ভার্জিল ফন ডাইক, জাভি সিমন্স, নোয়া ল‍াং ও মিকি ফন ডি ফেন।
নেদারল‍্যান্ডস পেল টানা দ্বিতীয় জয়। গত শনিবার ফিনল‍্যান্ডকে হারিয়ে শুভ সূচনা করেছিল রোনাল্ড কুমানের দল।
সেই ম‍্যাচে হলুদ কার্ড পাওয়া খেলোয়াড়দের কাউকেই মাল্টার বিপক্ষে খেলাননি ডাচ কোচ। কারণ, আগামী পোল‍্যান্ডের বিপক্ষে পরের ম‍্যাচে কোনো খেলোয়াড় নিষিদ্ধ থাকুক চাননি তিনি। সেপ্টেম্বরের এই লড়াই গ্রুপের জন‍্য হতে পারে খুব গুরুত্বপূর্ণ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.