মালোপাড়া পুলিশ ফাঁড়ির নির্মাণকাজ পরিদর্শনে রাসিক মেয়র লিটন

রাসিক প্রতিবেদকরাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) মালোপাড়া পুলিশ ফাঁড়ির নির্মাণ পরিদর্শন করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন এবং আরএমপি কমিশনার একেএম হাফিজ আক্তার। গতকাল রোববার বিকেলে তাঁরা এ কাজ পরিদর্শনে যান।

জানা গেছে, নগরীর মালোপাড়া এলাকায় পুলিশ ফাঁড়ির পুরাতন ভবন ভেঙে নতুন ভবন নির্মাণের কাজ শুরু হয়েছে। গতকাল বিকেলে নির্মাণ কাজ পরিদর্শন করেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন এবং আরএমপি কমিশনার একেএম হাফিজ আক্তার। এ সময় তাঁরা কাজের অগ্রগতিসহ বিভিন্ন বিষয়ে খোঁজখবর এবং আলোচনা করেন।

এ সময় উপস্থিত ছিলেন আরএমপির ডিসি (হেডকোয়াট) তানভীর হায়দার চৌধুরী, ডিসি (ট্রাফিক) অনির্বাণ চাকমা, ডিসি (মতিহার) সাজিদ হোসেন, ডিসি (স্টেট) সাইফুদ্দিন, মহানগর পুলিশের মুখপাত্র ইফতে খায়ের আলম, এডিসি (বোয়ালিয়া) একরামুল হক প্রমুখ। #প্রেস বিজ্ঞপ্তি )#

Comments are closed, but trackbacks and pingbacks are open.