মালিতে ভয়াবহ বন্যা, জাতীয় দুর্যোগ ঘোষণা

 

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: মালিতে কয়েক সপ্তাহের ভারী বৃষ্টিপাতের ফলে সৃষ্ট বন্যায় অন্তত ৩০ জনের প্রাণহানি ঘটেছে। এ নিয়ে শুক্রবার (২৩ আগস্ট) দেশটির সরকার জাতীয় দুর্যোগ ঘোষণা করেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, গত জুন থেকে দেশটিতে বন্যা শুরু হয়েছে। এবারের বন্যায় দেশটিতে অন্তত সাত হাজার ৭৭টি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। বাস্তুচ্যুত হয়েছে ৪৭ হাজারের বেশি জন। দেশটির মন্ত্রিসভার বিশেষ বৈঠকের পর সরকার এক বিবৃতিতে এসব তথ্য জানিয়েছে।
রাজধানী বামাকোতে প্রায় ৫৬৩ পরিবার এবং ৪ হাজার ৬৩৯ জন লোক ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখানে মারা গেছেন পাঁচজন। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত অঞ্চলটি উত্তরের গাও অঞ্চল। সেখানে ৯ হাজার ৯৩৬ জন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ছয়জন মারা গেছে। 
মালির মন্ত্রিসভা প্রয়োজনীয় খাবার মজুত করতে এবং ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা করার জন্য ৪ বিলিয়ন সিএফএ ফ্রাঙ্ক (৭ মিলিয়ন ডলার) বরাদ্দ করেছে।

Comments are closed, but trackbacks and pingbacks are open.