মালিতে ফরাসি সেনাবাহিনীর অভিযানে (আইএস) এবং আল কায়দার ৩০ জঙ্গি নিহত

ছবি: সংগৃহীত

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিম আফ্রিকার দেশ মালিতে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) এবং আল কায়দার বিরুদ্ধে চালানো ফরাসি সেনাবাহিনীর অভিযানে কমপক্ষে ৩০ জঙ্গি নিহত হয়েছেন। গত বৃহস্পতিবার এবং শুক্রবার এই অভিযান চালানো হয় বলে ফ্রান্স সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে। খবর কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার।

ফ্রান্স সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়, গৌরমা অঞ্চলে ফরাসি সেনাবাহিনীর সঙ্গে যুদ্ধে ২০ জঙ্গি নিহত হন। এসময় অনেক যানবাহনের ক্ষয়-ক্ষতি হয় । এছাড়া লিপ্টাকো অঞ্চলে চালানো অভিযানে আরও ১০ জঙ্গি নিহত হয়েছেন। দুইদিনের এই অভিযানে একটি ড্রোন, দুটি হেলিকপ্টার এবং যুদ্ধবিমান ব্যবহার করা হয় বলে জানিয়েছে ফরাসি সেনাবাহিনী।

গত ডিসেম্বরেও মালিতে ফরাসি সেনাবাহিনীর চালানো জঙ্গি বিরোধী অভিযানে ৩৩ জঙ্গি নিহত হয়েছিলেন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.