BTC News | বিটিসি নিউজ

আজ- রবিবার, ৯ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৪শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ৯ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

মালয়েশিয়া-থাইল্যান্ড সীমান্তে অভিবাসীবাহী নৌকাডুবি, নিখোঁজ শতাধিক

মালয়েশিয়া-থাইল্যান্ড সীমান্তে অভিবাসীবাহী নৌকাডুবি, নিখোঁজ শতাধিক

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: মালয়েশিয়া-থাইল্যান্ড সীমান্তের কাছাকাছি একটি নৌকা ডুবে যাওয়ার ঘটনায় শতাধিক মানুষ নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। রোববার (৯ নভেম্বর) মালয়েশিয়ার সামুদ্রিক কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনাস্থল থেকে এখন পর্যন্ত ১০ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে এবং এক নারীর মরদেহ পাওয়া গেছে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, মালয়েশিয়ার উত্তরাঞ্চলীয় কেদাহ ও পেরলিস অঙ্গরাজ্যের সামুদ্রিক কর্তৃপক্ষের পরিচালক ফার্স্ট অ্যাডমিরাল রোমলি মোস্তফা বলেন, তিন দিন আগে মিয়ানমারের বুথিডং এলাকা থেকে প্রায় ৩০০ জন যাত্রী নিয়ে নৌকাটি যাত্রা শুরু করে। এখনো অনেকেই নিখোঁজ রয়েছে এবং সমুদ্রে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

কেদাহ রাজ্যের পুলিশ প্রধান আদজলি আবু শাহ‘র বরাত দিয়ে মালয়েশিয়ার জাতীয় সংবাদ সংস্থা বারনামার প্রতিবেদনে বলা হয়, উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে তিনজন মিয়ানমারের নাগরিক, দুইজন রোহিঙ্গা পুরুষ এবং একজন বাংলাদেশি পুরুষ রয়েছেন। উদ্ধার হওয়া মৃতদেহটি একজন রোহিঙ্গা নারীর।

মিয়ানমারের সংখ্যাগরিষ্ঠ বৌদ্ধ জনগোষ্ঠীর দেশে রোহিঙ্গা মুসলমানদের বিদেশি অনুপ্রবেশকারী হিসেবে দেখা হয়। তাদের নাগরিকত্ব দেয়া হয় না এবং দীর্ঘদিন ধরে তারা নিপীড়নের শিকার।

কেদাহ রাজ্যের পুলিশ প্রধান বলেন, মালয়েশিয়াগামী অভিবাসীরা প্রথমে একটি বড় নৌকায় যাত্রা শুরু করেছিল। কিন্তু সীমান্তের কাছে পৌঁছালে কর্তৃপক্ষের নজর এড়াতে তাদের তিনটি ছোট নৌকায় ভাগ করে দেয়া হয়, প্রত্যেক নৌকায় প্রায় ১০০ জন করে ছিল।

তিনি আরও জানান, বাকি দুটি নৌকার কী হয়েছে তা এখনও জানা যায়নি, তবে উদ্ধার অভিযান চলছে। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
রাজধানীতে বিপুল পরিমাণ জাল টাকাসহ গ্রেপ্তার-২ রাজশাহীতে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে বিএসএসপির উপহার প্রদান রাজশাহীর সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মদ উদ্ধার জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ইসলামপুর পৌর বিএনপির আলোচনা সভা ও শোভাযাত্রা বাংলাদেশ যুবরা জয়ী ব্র্যাব ব্যাংক অপরাজেয় আলো নারী হকি টুর্নামেন্টে ফল ঠাকুরগাঁও চ্যাম্পিয়ন বাগমারায় বিএনপির মনোনয়নবঞ্চিত প্রার্থীর বাড়িতে ককটেল, শ্বশুর বাড়িতে বিষ্ফোরণ সাদা নাকি বাদামি, কোন ধরনের কিশমিশ স্বাস্থ্যের জন্য বেশি উপকারী দিন যতই ঘনিয়ে আসছে নির্বাচন নিয়ে ষড়যন্ত্র ততই বাড়ছে – দুলু বাগমারায় বিএনপি নেতার ৩টি পুকুরে বিষ প্রয়োগে দেড় কোটি টাকার ক্ষতি