মালপোয়া অনেক সুস্বাদু ও মজাদার একটা পিঠা

 

বিটিসি রেসিপি ডেস্ক পিঠা খেতে সবাই ভালবাসেন। মালপোয়া অনেক সুস্বাদু ও মজাদার একটা পিঠা । খুব অল্প সময়ে মজাদার মালপোয়া  পিঠা তৈরি করে আপনার বাসায় পরিবেশন করতে পারেন।

উপকরণ:
#. ১/২ লিটার দুধ
#. ১ কাপ চিনি
#. ১ কাপ পানি
#. ১ চা চামচ এলাচ গুঁড়ো
#. জাফরান
#. ১/২ কাপ ময়দা
#. ১/২ কাপ দুধ
#. ১ টেবিল চামচ চিনির গুঁড়ো
#. ১ টেবিল চামচ ঘি
#. ১/৪ চা চামচ বেকিং সোডা

প্রণালী:
#. প্রথমে একটি প্যানে এক লিটার দুধ জ্বাল দিয়ে আধা লিটারে নিয়ে আসুন। আধা লিটার হয়ে গেলে নামিয়ে রাখুন।

#. আরেকটি পাত্রে সিরা তৈরির জন্য চিনি এবং পানি একসাথে জ্বাল দিন। সিরা ঘন হয়ে আসলে চুলা নিভিয়ে ফেলুন।

#. এরপর চিনির সিরায় জাফরান, এলাচ গুঁড়ো দিয়ে দিন। তারপর ঘন দুধের সাথে ময়দা ভাল করে মিশিয়ে নিন। এমন ভাবে মেশাবেন যেন কোন দানা না থাকে।

#. দুধ এবং ময়দার মিশ্রণ ঘন হয়ে আসলে এতে তরল দুধ ভাল করে মেশান। এরপর এতে চিনির গুঁড়ো দিয়ে আবার মিশিয়ে নিন। এর সাথে বেকিং পাউডার ভাল করে মিশিয়ে নিন। খেয়াল রাখবেন মিশ্রণটি খুব বেশি ঘন না হয়ে যায়। প্যান গরম হয়ে আসলে এতে ঘি দিয়ে দিন। এবার এতে ছোট ছোট করে বেটার দিয়ে দিন।

#. ভাজা হয়ে গেলে নামিয়ে চিনির সিরায় দিয়ে কিছুক্ষণ রাখুন।

#. চিনির সিরা থেকে নামিয়ে প্লেটে সাজিয়ে পরিবেশন করুন মজাদার মালপোয়া পিঠা।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.