মালদ্বীপের স্পিকারের সঙ্গে বাংলাদেশ স্পিকারের বৈঠক

ছবি: সংগৃহীত

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: মালদ্বীপের স্পিকার মোহাম্মদ নাশিদের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি।

আজ রবিবার (১ সেপ্টেম্বর) মালদ্বীপের রাজধানী মালেতে দু’দিনব্যাপী চর্তুথ দক্ষিণ এশীয় ‘স্পিকারস সম্মেলন’ শুরু হয়েছে। এরআগে বৈঠকে স্পিকারস সম্মেলনসহ দ্বি-পাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেন দু্ই দেশের স্পিকার।

ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন (আইপিইউ) এবং মালদ্বীপ পার্লামেন্টের যৌথ উদ্যোগে আয়োজিত এই সম্মেলন আগামীকাল সোমবার (২ সেপ্টেম্বর) শেষ হওয়ার কথা রয়েছে।

সম্মেলনে দক্ষিণ এশিয়ার দেশগুলোর স্পিকার ও ডেপুটি স্পিকাররা অংশ নিচ্ছেন। সেখানে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জন অগ্রগতির বিষয়ে আলোচনা হবে।

সম্মেলনে বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে সরকার ও বিরোধী দলীয় সংসদ সদস্য এবং সংসদ সচিবালয়ের কর্মকর্তারা অংশ নিচ্ছেন। বাংলাদেশ প্রতিনিধি দল মালদ্বীপের বিমানবন্দরে পৌঁছালে স্পিকার মোহাম্মদ নাশিদ তাদেরকে উষ্ণ অভ্যর্থনা জানান। #

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed, but trackbacks and pingbacks are open.