মার্কিন হিমার্স রকেট সিস্টেম ইউক্রেন পৌঁছেছে

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের দেওয়া হাই মোবিলিটি আর্টিলাটি রকেট সিস্টেমস (হিমার্স) পৌঁছেছে ইউক্রেনে। বৃহস্পতিবার এগুলো ইউক্রেন পৌঁছায় বলে নিশ্চিত করেছেন ইউক্রেনীয় প্রতিরক্ষামন্ত্রী ওলেক্সি রেজনিকভ। এই শক্তিশালী দূরপাল্লার রকেট ব্যবস্থা দিয়ে ইউক্রেন যুদ্ধের গতিপথ পাল্টে দেওয়ার প্রত্যাশা করছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এখবর জানিয়েছে।
শিল্পাঞ্চল ডনবাস দখলের কাছাকাছি পৌঁছে গেছে রুশ সেনাবাহিনী। ইউক্রেন আশঙ্কা করছে, অঞ্চলটিতে তাদের কিছু সেনাকে ঘিরে ফেলতে পারে রাশিয়া।
হিমার্স চালান পাওয়ার পর ইউক্রেনীয় প্রতিরক্ষামন্ত্রী ওলেক্সি রেজনিকভ টুইটারে লিখেছেন, মার্কিন সহকর্মী ও বন্ধু প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিনকে ধন্যবাদ এমন শক্তিশালী অস্ত্রের জন্য। গ্রীষ্ম রুশ দখলদারদের আরও উষ্ণ হবে। অন্তত তাদের কয়েকজনের জন্য।
অবশ্য কতটি রকেট সিস্টেম ইউক্রেনে পৌঁছেছে তা নিশ্চিত করেননি তিনি।
রুশ রকেট ব্যবস্থার মোকাবিলায় মার্কিন হিমার্স ব্যবস্থা প্রয়োজন বলে যুক্তরাষ্ট্রের কাছে চাহিদা জানিয়ে আসছিল ইউক্রেন। তারা মনে করে, এই ব্যবস্থা দিয়ে ডনবাসে রুশ বাহিনীর অগ্রগতি ঠেকানো যাবে।
ওয়াশিংটন জানিয়েছে, তারা ইউক্রেনের কাছ থেকে নিশ্চয়তা পেয়েছে দূরপাল্লার এসব রকেট দিয়ে রুশ ভূখণ্ডে হামলা চালানো হবে না। এমন কিছু হলে সংঘাত আরও বৃদ্ধি পেতে পারে বলে আশঙ্কা রয়েছে।
মস্কো হুঁশিয়ারি জানিয়ে বলেছে, পশ্চিমারা যদি ইউক্রেনকে দূরপাল্লার নির্ভুল আঘাতে সক্ষম রকেট ব্যবস্থা সরবরাহ করে তাহলে তারা ইউক্রেনের যেসব স্থানে এখনও হামলা চালায়নি সেখানে আঘাত হানবে। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.