মার্কিন ভিসা নীতির যথেচ্ছ প্রয়োগ হবে না, আশা বাংলাদেশের

বিশেষ (ঢাকা) প্রতিনিধি: মার্কিন নতুন ভিসা নীতির যথেচ্ছ প্রয়োগ হবে না বলে আশা করে বাংলাদেশ। ওয়াশিংটনের ঘোষণাটিকে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে সমুন্নত রাখার লক্ষ্যে সকল পর্যায়ে অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে সরকারের দ্ব্যর্থহীন প্রতিশ্রুতির প্রেক্ষাপটে বিবেচনা করছে ঢাকা। তবে বাংলাদেশ আশা করে যে এই ভিসা নীতি যথেচ্ছভাবে প্রয়োগের পরিবর্তে বস্তুনিষ্ঠতার সাথে অনুসরণ করা হবে।
বৃহস্পতিবার (২৫ মে) পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে নতুন ভিসা নীতি নিয়ে এক প্রতিক্রিয়ায় একথা বলেন।
তিনি বলেন, ‘মার্কিন নতুন ভিসা নীতির যথেচ্ছ প্রয়োগ আশা করি তাদের উদ্দেশ্য নয়।’
বাংলাদেশ বিষয়টিকে কীভাবে দেখছে জানতে চাইলে তিনি বলেন, ‘এটি খুশি বা অখুশির বিষয় নয়। আমরা বিষয়টি ইতিবাচক হিসাবে দেখছি কারণ তারা বলেছেন— প্রধানমন্ত্রীর গণতান্ত্রিক যাত্রায় অবাধ ও সুষ্ঠ নির্বাচনের যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে সেটিকে আমলে নিয়ে তারা এটি করেছেন। আমরা বন্ধু রাষ্ট্র হিসাবে বিষয়টিকে ইতিবাচক হিসাবে দেখছি।’
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বিশেষ (ঢাকা) প্রতিনিধি মো: ফারুক আহম্মেদ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.