মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের পরিকল্পনায় এক হলো ভারত-ইসরায়েল ও যুক্তরাষ্ট্র

ছবি: সংগৃহীত

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শান্তি পরিকল্পনা ‘ডিল অব দ্যা সেঞ্চুরি’ প্রত্যাখ্যান করেছে ফিলিস্তিন। তবে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের এই পরিকল্পনায় ভারত-ইসরায়েল একমত হয়েছে।

নরেন্দ্র মোদি বলেন, ‘আমার প্রিয় বন্ধু বেনিয়ামিন নেতানিয়াহুকে অনেক ধন্যবাদ। ভারত এবং ইসরাইলের মধ্যে সম্পর্ক এখন অনেক গভীর এবং শক্তিশালী। আমাদের মধ্যে অভিন্ন দৃষ্টিভঙ্গি রয়েছে।’

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ‘২৮ বছর আগে ইসরাইল এবং ভারতের মধ্যে আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক গড়ে উঠেছিল। আজকের দিনে আমি আমার বন্ধু ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে অভিনন্দন জানাচ্ছি। বিভিন্ন ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা প্রমাণ করছে যে ইসরাইল এবং ভারতের মধ্যে গভীর বন্ধুত্ব বিরাজ করছে।’

এদিকে ট্রাম্পের শান্তি পরিকল্পনা প্রত্যাখ্যান করেছে ফিলিস্তিন। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানও এর বিরোধিতা করে এটিকে ইসরায়েলের দখলদারিত্বের বৈধকরণের প্রচেষ্টা তিনি মন্তব্য করেন।

এরদোয়ান বলেন, ‘মুসলিমদের পবিত্র স্থান জেরুজালেমকে ইসরায়েলের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত একেবারে অগ্রহণযোগ্য। এর মাধ্যমে স্বাধীনতাকামী ফিলিস্তিনিদের অধিকার উপেক্ষা করে ইসরায়েলি দলখদারিত্বকে বৈধতা দেওয়া হয়েছে।’

বিতর্কিত এই শান্তি পরিকল্পনায় উল্লেখ করা হয়েছে, মুসলিমদের ঐতিহাসিক জেরুজালেমের আল-কুদস শহর ইসরায়েলের ভূখণ্ডের অন্তর্ভুক্ত থাকবে। ফিলিস্তিনের স্বাধীনতাকামী আন্দোলনের সংগঠন হামাসের দখলে থাকা গাজা উপত্যকা মিশরের অধীনে দেওয়া হবে। আর অধিকৃত পশ্চিম তীরের একাংশ জর্ডানের এবং অবশিষ্ট অংশ চলে যাবে ইসরায়েলে। প্রত্যেক দেশই ফিলিস্তিনিদের নাগরিকত্ব দেবে। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.