মার্কিন পারমাণবিক সাবমেরিনে ধাক্কা : আহত ১১ নাবিক

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের একটি পারমাণবিক সাবমেরিনের সঙ্গে অজানা বস্তুর সংঘর্ষ হয়েছে। দক্ষিণ চীন সাগরের আন্তর্জাতিক জলসীমায় সাবমেরিনটি পানির নিচে থাকাকালে এ ঘটনা ঘটে। এতে ১১ জন নাবিক আহত হয়েছেন।
আজ শুক্রবার (০৮ অক্টোবর) এসব জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।
প্রতিবেদনে বলা হয়, এ ঘটনার কারণ এখনো পরিষ্কার না। তবে সাবমেরিনটি এখনো সম্পূর্ণ কর্মক্ষম রয়েছে। নামপ্রকাশ না করা কর্মকর্তারা মার্কিন গণমাধ্যমকে বলেছেন, সংঘর্ষটি দক্ষিণ চীন সাগরের আন্তর্জাতিক জলসীমায় ঘটেছে এবং ১১ জন নাবিক আহত হয়েছে। একথা কোট আকারে প্রকাশ করেছে এসোসিয়েটেড প্রেস (এপি)। এই অঞ্চলে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে এই ঘটনা ঘটলো।
মার্কিন নৌবাহিনী বলেছে, ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও মূল্যায়ন করা হচ্ছে এবং সাবমেরিনের পারমাণবিক প্রপালশন প্লান্ট এবং স্পেস প্রভাবিত হয়নি। বিবৃতিতে ঘটনাটি কোথায় ঘটেছে বা কতজন আহত হয়েছে সে সম্পর্কে বিস্তারিত জানানো হয়নি। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.