মার্কিন নির্বাচন’র জরিপে বাইডেন এগিয়ে থাকলেও হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস

(মার্কিন নির্বাচন’র জরিপে বাইডেন এগিয়ে থাকলেও হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস)

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: আর মাত্র কদিন বাকী মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের। বিভিন্ন গণমাধ্যম, ন্যাশনাল পোলসহ সবকটি জরিপেই এখনো এগিয়ে আছেন বিরোধী ডেমোক্র্যাট দলীয় প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেন।

তবে আগামী ৩ নভেম্বরের নির্বাচনে দোদুল্যমান অঙ্গরাজ্যগুলোর ফলাফল চূড়ান্ত করবে কে হতে যাচ্ছেন হোয়াইট হাউজের কাণ্ডারি।

বিভিন্ন জরিপ মতে, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ক্ষমতাসীন রিপাবলিক দলের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও বিরোধী ডেমোক্র্যাট দলের জো বাইডেনের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে।

এখন পর্যন্ত সব কটি জরিপেই এগিয়ে রয়েছেন বাইডেন। তবে এই জরিপের ফলাফল হোয়াইট হাউজের মসনদে বসার নিশ্চয়তা দিতে পারে না। ২০১৬ সালে যেমনটি পারেনি হিলারি ক্লিন্টন। সব কটি জরিপে এগিয়ে থাকার পাশাপাশি ট্রাম্পের চেয়েও ৩০ লক্ষের বেশী ভোট পেলেও তার কাছে হেরে যান সাবেক ফার্স্ট লেডি ও পররাষ্ট্রমন্ত্রী হিলারি।

ইলেক্টোরাল কলেজ সিস্টেমের কারণেই মূলত বেশী ভোট পেয়েও হেরে যান হিলারি। প্রতিটি অঙ্গরাজ্যের নির্দিষ্ট সংখ্যক প্রতিনিধি বা ইলেক্টরই নির্বাচন করেন কে হবেন মার্কিন প্রেসিডেন্ট। যে অঙ্গরাজ্যের ভোটার সংখ্যা বেশী সেখানে ইলেক্টর কলেজের সংখ্যাও বেশী। তাই অনেক সময় প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ অঙ্গরাজ্যের ভোট ব্যাপক প্রভাব ফেলে প্রেসিডেন্ট নির্বাচনে। প্রেসিডেন্ট নির্বাচিত হতে ৫৩৮ টি ইলেক্টোরাল কলেজের ২৭০টি সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করতে হবে।

জরিপ অনুযায়ী মিশিগান, পেনসিলভানিয়া, এবং উইসকনসিনে এগিয়ে রয়েছেন জো বাইডেন। খুব কম ব্যবধানে এই অঙ্গরাজ্যগুলোই গত নির্বাচনে জয় পান ট্রাম্প। অন্যদিকে, গত নির্বাচনে ট্রাম্প আইওয়া, ওহাইয়ো এবং টেক্সাসে বিপুল ব্যবধানে জয় পেলেও এবার খুব কাছাকাছি রয়েছেন বাইডেন ও ট্রাম্প।

প্রথম নির্বাচনী বিতর্কের পরপরই এনবিসি নিউজ ও ওয়াল স্ট্রিট জার্নালের ন্যাশনাল পোলে ৫৩ শতাংশ সমর্থন নিয়ে এগিয়ে ছিলেন বাইডেন যেখানে ট্রাম্প পান ৩৯ শতাংশ সমর্থন। এছাড়া নিউ ইয়র্ক টাইমস ও সিয়েনা কলেজের জরিপে দেখা যায়, প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ দুই অঙ্গরাজ্য পেনসিলভানিয়ায় সাত পয়েন্ট ও ফ্লোরিডায় ৫ পয়েন্টে এগিয়ে রয়েছেন জো বাইডেন।

তবে বিভিন্ন জরিপ ও ন্যাশনাল পোলের ফলাফল যাই হোক না কেনো বিশ্বের শক্তিধর রাষ্ট্র যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্টকে হতে যাচ্ছেন তা জানা যাবে আগামী ৩ নভেম্বরের নির্বাচনের পরপরই। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.