মার্কিন ড্রোন হামলায় আল-কায়েদার জ্যেষ্ঠ নেতা নিহত

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: ড্রোন হামলা চালিয়ে আল-কায়েদার সিনিয়র নেতা আবদুল হামিদ আল-মাতারকে হত্যার কথা জানিয়েছে মার্কিন কেন্দ্রীয় কমান্ড।
মার্কিন কেন্দ্রীয় কমান্ডের মুখপাত্র জানিয়েছেন, গতকাল শুক্রবার (২২ অক্টোবর) সিরিয়ায় মার্কিন সেনাবাহিনী একটি ড্রোন হামলায় চালায়, যেখানে আবদুল হামিদ আল-মাতার নিহত হয়।
সেনাবাহিনীর মেজর জন রিগসবি লিখিত বক্তব্যে জানিয়েছেন, “আল-কায়েদার এই জ্যেষ্ঠ নেতা অপসারণের মধ্য দিয়ে মার্কিন নাগরিক, আমাদের অংশীদার এবং নিরাপরাধ বেসামরিক নাগরিকদের হুমকির জন্য এই সন্ত্রাসী সংগঠনের আরও চক্রান্ত ও বিশ্বব্যাপী হামলা চালানোর ক্ষমতা ব্যাহত হবে।”
সিরিয়ার দক্ষিণাঞ্চলে একটি মার্কিন ফাঁড়িতে হামলার দুই দিন পর এই হামলা হলো।
তবে, প্রতিশোধ হিসেবে এই ড্রোন হামলা চালানো হয়েছিল কিনা তা পরিস্কার করেননি রিগসবি। (সূত্র: রয়র্টাস)। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.