মার্কিন ও ইসরাইলি পরমাণু অস্ত্র সবার জন্য হুমকি : ইরান’র পররাষ্ট্রমন্ত্রী

ছবি: সংগৃহীত

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন ও ইসরাইলি পরমাণু অস্ত্র এখন গোটা পশ্চিম এশিয়াকে হুমকির মুখে ঠেলে দিয়েছে বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ।

জাপানের হিরোশিমায় আমেরিকার প্রথম পরমাণু বোমা হামলার বার্ষিকী উপলক্ষে আজ বৃহস্পতিবার (০৬ আগস্ট) জারিফ এমন মন্তব্য করেন বলে পার্স টুডে’র প্রতিবেদনে বলা হয়।

মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেন, বিশ্ববাসী পারমাণবিক দুঃস্বপ্নের অবসান চায়। ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ৭৫ বছর আগের ঠিক এই দিনে মার্কিন যুক্তরাষ্ট্র নিরপরাধ মানুষের ওপর পরমাণু বোমা ফেলে কলঙ্কিত হয়েছে, তারা বিশ্বে প্রথম ও একমাত্র পরমাণু বোমা ব্যবহারকারী দেশের কলঙ্ক গায়ে মেখেছে।

জারিফ বলেন, পরমাণু অস্ত্র উৎপাদন ও মজুদ বন্ধের যে দাবি বিশ্বব্যাপী উত্থাপিত হয়েছে তা বাস্তবায়নের প্রক্রিয়া দীর্ঘ দিন ধরে থেমে আছে। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.