মার্কিন উপ-পররাষ্ট্রমন্ত্রী’র সাথে বৈঠকে গুরুত্ব পেল রোহিঙ্গা ইস্যু

বিশেষ (ঢাকা) প্রতিনিধি: রোহিঙ্গা সমস্যা সমাধানে আঞ্চলিক শক্তিগুলোর রাজনৈতিক তৎপরতা বাড়াতে হবে বলে মনে করেন সফররত মার্কিন উপ-পররাষ্ট্রমন্ত্রী স্টিফেন বিগান।

সফরের দ্বিতীয় দিনে আজ বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠক শেষে যৌথ প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। এ সময় পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন জানান, বঙ্গবন্ধুর খুনী রাশেদ চৌধুরীকে ফিরিয়ে দেয়ার বিষয়টি পর্যালোচনা করছে যুক্তরাষ্ট্র।

সাম্প্রতিক সময়ে ভূ-রাজনীতিতে গুরুত্বপূর্ণ বাংলাদেশের দিকে নজর বিশ্বের পরাশক্তিগুলোর। ভারত সফর শেষে বাংলাদেশে আসা মার্কিন উপপররাষ্ট্রমন্ত্রীর সাথে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে গুরুত্ব পায় রোহিঙ্গা সমস্যা সঙ্কট। চীন ও ভারতের বেশি ভূমিকা রাখা প্রয়োজন বলে মনে করেন বিগান। বলেন, আঞ্চলিক শক্তিকে তৎপর হতে হবে।

মার্কিন উপ-পররাষ্ট্রমন্ত্রী স্টিফেন বিগান বলেন, ‘যুক্তরাষ্ট্র চায় রোহিঙ্গা সমস্যার দীর্ঘস্থায়ী সমাধান। আমরা মানবিক সহায়তা অব্যাহত রেখেছি। তবে, আমি মনে করি বৈশ্বিক ও বিশেষ করে আঞ্চলিক শক্তিগুলোর রাজনৈতিক তৎপরতা এ সমস্যার সমাধান আনতে পারে।’

ইন্দো প্যাসিফিকের এজেন্ডা নিয়ে বিগানের ঢাকা সফর হলেও বাংলাদেশের আগ্রহের জায়গা বঙ্গবন্ধুর খুনী রাশেদ চৌধুরীকে ফেরত পাওয়া। বিষয়টি এখনো আইনি পর্যালোচনার পর্যায়ে আছে বলে জানানো হয় ব্রিফিংয়ে।

সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান স্টিফেন বেগান। দুপুরে সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে। এ সময় দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন তারা।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বিশেষ (ঢাকা) প্রতিনিধি মো: ফারুক আহম্মেদ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.