মার্কস ডেজার্ট কুইন নির্বাচিত চাঁপাইনবাবগঞ্জের নাফিসা আহসান মাহি

বিশেষ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: রাজশাহী বিভাগে মার্কস ডেজার্ট কুইন (সিজন টু) নির্বাচিত হয়েছেন চাঁপাইনবাবগঞ্জের সন্তান নাফিসা আহসান মাহি। রান্না প্রতিযোগিতায় অংশ নিয়ে এলাকাভিত্তিক চ্যাম্পিয়ন হয়ে মাহি সরাসরি অংশ নেবেন মার্কস ডেজার্ট কুইনের পরবর্তী ফাইনাল রাউন্ডে।
দেশের স্বনামধন্য ব্যবসা প্রতিষ্ঠান “আবুল খায়ের গ্রুপ’র ‘মার্কস ফুল ক্রিম মিল্ক পাউডার’র আয়োজনে দেশব্যাপী প্রতিযোগিতায় (মিস্টি জাতীয় খাবার রান্না) রাজশাহী বিভাগে ‘মার্কস ডেজার্ট কুইন’ নির্বাচিত নাফিসা আহসান মাহি চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের বালুবাগান মহল্লার নাজমুল আহসান নোনী’র মেয়ে।
আগামীতে ঢাকায় জাতীয় পর্যায়ে সাফল্যের জন্য প্রস্তুতি নিচ্ছে নাফিসা আহসান মাহি। সে সকলের কাছে দোয়া প্রার্থী। নাফিসা আহসান মাহির সফলতার জন্য তার পরিবারের পক্ষ থেকে জেলাবাসীর কাছে দোয়া চেয়েছেন নাফিসা আহসান মাহির বাবা নাজমুল আহসান নোনী ও মা নূর আক্তার দিনা।
নাফিসা আহসান মাহি নাজমুল আসহান নোনী ও নূর আক্তার দিনা’র প্রথম সন্তান। মাহি চাঁপাইনবাবগঞ্জ শহরের কালেক্টরেট গ্রীণ ভিউ উচ্চ বিদ্যালয়ে খেলাপড়ার হাতেখড়ি।
পরে ৩য় শ্রেণীতে চাঁপাইনবাবগঞ্জ সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ে ভর্তি হয়ে খেলাপড়া করে। সেখান থেকে এস.এস.সি পাশ করে বর্তমানে ‘বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজী’ নাটোর এ কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে ২য় বর্ষের ২য় সেমিস্টারে অধ্যয়নরত।
নাফিসা আহসান মাহির বাবা নাজমুল আসহান নোনী চাঁপাইনবাবগঞ্জ সদর সাব রেজিষ্ট্রি অফিসে কর্মরত। মা নূর আক্তার দিনা গৃহীনি।
গত ১৯ আগষ্ট রাজশাহীতে ‘শাহ্ ডাইন কনভেনশন হল’ এ প্রতিযোগিতা শেষে রাজশাহী বিভাগে মার্কস ডেজার্ট কুইন (সিজিন টু) নির্বাচিত নাফিসা আহসান মাহির হাতে পুরস্কার তুলে দেন আয়োজক কর্তৃৃপক্ষ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.