মামলা করছে দুদক পাউবির অতিরিক্ত প্রধান প্রকৌশলীর বিরুদ্ধে

পিয়ন ও নিরাপত্তাপ্রহরী নিয়োগের নামে সাত লাখ টাকা আত্মসাতের অভিযোগে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) অতিরিক্ত প্রধান প্রকৌশলী কে এম হুমায়ুন কবিরের বিরুদ্ধে মামলা করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার কমিশনের বৈঠকে মামলার অনুমোদন দেওয়া হয়। দুদকের উপপরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য মামলার অনুমোদনের কথা জানিয়েছেন, শিগগিরই অনুসন্ধান কর্মকর্তা ও দুদকের সহকারী পরিচালক মোহাম্মদ সিরাজুল হক মামলা করবেন।

কে এম হুমায়ুন কবির সিডিআরএসবি প্রকল্পের পরিচালক হিসেবে অতিরিক্ত দায়িত্ব পালন করেন। প্রকল্পের জন্য পিয়ন  ও  নিরাপত্তাপ্রহরী নিয়োগের কথা থাকলেও তা না করে কাগজে-কলমে নিয়োগ হয়েছে বলে প্রতিবেদন দেন। তাঁদের জন্য বরাদ্দ বেতন-ভাতা বাবদ এক বছরে ৭ লাখ ২০ হাজার টাকা নিজে তুলে নেন।

পাউবোর অন্যতম শীর্ষ এ কর্মকর্তার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে সরকারের কোটি কোটি টাকা ক্ষতি ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধান চলছে দুদকে। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.