মামলার ১০ বছর পর আসামী গ্রেফতার

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর বেগমগঞ্জ থানায় মামলা হওয়ার ১০ বছর পর মো. কামাল হোসেন (৪০) নামে পলাতক এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব।
গতকাল মঙ্গলবার (১৮ জানুয়ারি) রাতে গোপন সংবাদের ভিত্তিতে বেগমগঞ্জ থানাধীন বাংলা বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার কামাল হোসেন বেগমগঞ্জ উপজেলার ৬নং রাজগঞ্জ ইউনিয়নের ২নং ওয়ার্ডের রাজুল্যাপুর গ্রামের উজির মিয়া পন্ডিত বাড়ির মৃত আব্দুল হাইয়ের ছেলে।
র‌্যাব-১১ (সিপিসি-৩) অতিরিক্ত পুলিশ সুপার (কোম্পানী কমান্ডার) খন্দকার মো. শামীম হোসেন গ্রেফতারের বিষয়টি  বিটিসি নিউজকে নিশ্চিত করেন।
তিনি বলেন, আসামী মো. কামাল হোসেনের বিরুদ্ধে ২০১১ সালে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ১৯৯০ এর ১৯ (১) এর ৭(ক) ধারায় মামলা হয়। যা দায়রা নং-২৭৮/১১, জিআর-৭৯৬/১১ চলমান রয়েছে। আসামী কামাল গ্রেফতার এড়ানোর ভয়ে দীর্ঘদিন যাবৎ পলাতক ছিলেন। গ্রেফতারের পর তাকে বেগমগঞ্জ থানায় সোপর্দ করা হয়েছে।
বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি বিটিসি নিউজকে জানান, মাদক মামলার এ পলাতক আসামীকে গ্রেফতার করা যাচ্ছিল না। আজ বুধবার (১৯ জানুয়ারি) তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নোয়াখালী প্রতিনিধি ইব্রাহিম খলিল (শিমুল)। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.