মান্দায় ১০ লাখ টাকার সামগ্রী বিতরণ

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর মান্দায় এ্যানুয়াল ডেভলোপমেন্ট প্রোগ্রামের আওতায় ২০১৮-১৯ অর্থ বছরের বার্ষিক বাজেটের তহবিল থেকে ৯ লক্ষ ৭১ হাজার টাকার সামগ্রী বিতরণ করা হয়েছে। আজ মঙ্গলবার বেলা ১২টার সময় উপজেলা প্রশাসনের সহযোগিতায় এবং এলজিইডি অফিসের আয়োজনে এসব সামগ্রী বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন মান্দা উপজেলা নির্বাহী অফিসার খন্দকার মুশফিকুর রহমান, মান্দা উপজেলা পরিষদের চেয়ারম্যান স.ম জসিম উদ্দিন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাহবুবা সিদ্দিকা রুমা, মান্দা উপজেলা প্রকৌশলী শাহ মোঃ শহিদুল হক প্রমুখ।

পরে ৪৫০ জন গরীব-দুঃখী, অসহায় ও দুস্থ নারীদের মাঝে ২০টি সেলাই মেশিন, বিভিন্ন হাই-স্কুলের শিক্ষার্থীদের মাঝে ১৮০টি স্কুল ব্যাগ, ১৮০টি টিফিন ক্যারিয়ার, ২০ টি সাইকেল এবং প্রতিবন্ধীদের মাঝে ৫০টি হুইল চেয়ার বিতরণ করা হয়েছে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নওগাঁ প্রতিনিধি মো: আব্বাস আলী।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.