মান্দায় ইটভাটা বন্ধ ও ফসলের ক্ষতিপূরণ চেয়ে মানব বন্ধন

ছবি: সৈয়দ নাবিল

নিজস্ব প্রতিবেদক: নওগাঁর মান্দায় ৩ ফসলী জমিতে ইটভাটা বন্ধ ও ফসলের ক্ষতিপূরনের দাবীতে এলাকার প্রায় ৭ শতাধিক কৃষকেরা মানব বন্ধন ও উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি স্মারকলিপি প্রধান করেছেন। যার অনুলিপি মাননীয় বস্ত্র ও পাট মন্ত্রী, স্বাস্থ্য মন্ত্রী, শিক্ষা মন্ত্রী, কৃষি মন্ত্রী, বন ও পরিবেশ মন্ত্রী বরাবরে প্রেরণ করা হয়েছে। গত শনিবার বেলা ২ টায় সময় উপজেলার রাজশাহী-নওগাঁ মহাসড়কের শ্রীরামপুর মোড়ে আব্দুল হাসিবের এর সভাপতিত্বে মানব বন্ধনে বক্তব্য রাখেন তেঁতুলিয়া ইউপি চেয়ারম্যান ও আ.লীলের সভাপতি শ্রী বজেন্দ্রনাথ সাহা, উপজেলা কৃষি কর্মকর্তা জাহাঙ্গীর আলম, ইউপি সদস্য ছাইফুদ্দিন, আলমগীর হোসেন, কামাল হোসেন প্রমুখ। বক্তারা বলেন পি এম বি বিক্সস এ্যান্ড এন্টারপ্রাইজ এর সত্তাধিকারী গোলবার রহমান ও প্রদীব মৃধা গোসাইপুর মৌজার ৩ ফসলী জমির উপর অবৈধ ভাবে ইটভাটা স্থাপনের কার্যক্রম শুরু করেছে। যার আশে পাশে হাইস্কুল, সিনিয়র দাখিল মাদ্রাসা, সরকারী প্রাথমিক বিদ্যালয় ও বসত বাড়ি এবং বিপুল পরিমানে ৩ ফসলি জমি রয়েছে। ওই ইট ভাটার বিসাক্ত গ্রাস ছেড়ে দেওয়ায় আশে-পাশের কয়েকটি বিলের প্রায় ৬ শতাধিক বিঘা জমির বোর ধান নষ্ট হয়ে গেছে। এতে কৃষকেরা নিরুপায় হয়ে প্রথমে বাধা দিয়ে কোন প্রতিকার না পেয়ে তারা উপজেলা নির্বাহী অফিসার বরাবর সম্মারক লিপি প্রদান সহ মানব বন্ধন করেন। মানব বন্ধনে বক্তারা আর ও বলেন তিন ফসলি মাটির উপর ও লোকালয়ে ইট ভাটা স্থাপন করলে এলাকার ফসল ফলাদি ও বায়ু দুষিত হওয়ার পাশা পাশি লোকজন ও বিশেষ করে শিশু ও নবজাতক ও বয়সপ্রাপ্তরা বিভিন্ন প্রকার জটিল রোগে আক্রান্ত হয়ে পরবে বলে জানান। তাই উক্ত নির্মানাধীন ইট ভাটা বন্ধের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.