মানিকগঞ্জে মাদক সেবনের অপরাধে ২ ব্যক্তির কারাদণ্ড

মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জে মাদক সেবনের অপরাধে আটক দুই ব্যক্তিকে পুলিশের সহায়তায় এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (২০ জুন) সকালে জেলার সাটুরিয়ার বালিয়াটী এলাকা থেকে তাদের আটকের পর ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শান্তা রহমান এই দণ্ডাদেশ দেন।
দণ্ডপ্রাপ্ত হলো, উপজেলার বালিয়াটী গ্রামের মো. কোরবান আলীর ছেলে মো. ওয়াসিম আলী (৩৭) ও একই গ্রামের মো. রেজাউল করিমের ছেলে মো. শুকুর আল মাহমুদ (৩৫)।
সাটুরিয়া থানা (ওসি) সুকুমার বিশ্বাস বিটিসি নিউজকে জানান, দুই ব্যক্তিকে হেরোইন ও গাঁজা সেবনরত অবস্থায় আটক করা হয়, পরে ভ্রাম্যমাণ আদালত তাদের এক বছর করে কারাদণ্ড দিয়েছেন। তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।
সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)শান্তা রহমান বিটিসি নিউজকে বলেন, মাদকের বিরুদ্ধে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর মানিকগঞ্জ প্রতিনিধি মো. শহিদুরজ্জামান শহিদ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.