মানিকগঞ্জে ‘জাল ভোট’ দেওয়ার সময় সহকারী প্রিজাইডিং কর্মকর্তা আটক

মানিকগঞ্জ প্রতিনিধি: আজ রোববার সকাল সাড়ে ৯টার দিকে মানিকগঞ্জের দৌলতপুরে উপজেলার জিয়নপুর খাঁ পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাল ভোট দেওয়ার সময় সহকারী প্রিজাইডিং এক কর্মকর্তাকে আটক করেছে পুলিশ।  এ ঘটনা ঘটে।

আটক ওই কর্মকর্তার নাম রুহুল আমিন। তিনি দৌলতপুরের খোর্দ ছাতিয়ান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।

সহকারী রিটার্নিং কর্মকর্তা ও দৌলতপুর উপজেলা নির্বাচন অফিসার আব্দুল মোমিন বিটিসি নিউজকে জানান, ওই কেন্দ্রে ব্যালট পেপার ছিঁড়ে জাল ভোট দেওয়ার চেষ্টা করছিলেন রুহুল আমিন। বিষয়টি কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরে আসলে তারা তাকে আটক করে রিটার্নিং কর্মকর্তাকে জানায়। পরে বিষয়টি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানালে তাকে আটক করা হয়।

এদিকে উপজেলা নির্বাচনে ব্যাপক অনিয়মের অভিযোগ তুলে দৌলতপুর উপজেলায় আওয়ামী লীগের দুই বিদ্রোহী প্রার্থী নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.