মানিকগঞ্জের নীডস গ্যাস লাইট ফ্যাক্টরিতে ভয়াবহ অগ্নিকাণ্ড

বিশেষ প্রতিনিধি: মানিকগঞ্জের সিংগাইর উপজেলার ধল্লা ইউনিয়নের ফোর্ডনগর নীডস সার্ভিসেস লিমিটেড নামের একটি গ্যাস লাইট ফ্যাক্টরিতে গত মঙ্গলবার (১৯ জানুয়ারী) ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রতিষ্ঠানটির সব মালামাল পুড়ে যায়।
স্থানীয় সূত্রে জানা যায়, বিকেল ৩টার দিকে ওই গ্যাস লাইট ফ্যাক্টরির ভেতর থেকে হঠাৎ বিকট শব্দ হয়। এতে পুরো এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা পুরো ফ্যাক্টরিতে ছড়িয়ে পড়ে। এ সময় আশপাশের লোকজন আগুন নেভানোর চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়। পরে বিকেল ৪টার দিকে সাভার ও মানিকগঞ্জ ফায়ার সার্ভিস এবং স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মীরা প্রায় দুই ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নেভাতে সক্ষম হয়।
নীডস সার্ভিসেস লিমিটেডের ম্যানেজার( ফ্যাক্টরি) মো: রবিউল্লাহ রবি বলেন, মূল ভবনের উৎপাদন ফ্লোরে বৈদ্যুতিক শট সার্কিট সৃষ্ঠি হয়ে আগুনের সূত্রপাত হয়। অগ্নিকান্ডের কারনে মূল ভবন, ফলস্ সিলিং, মেশিনারিজ, পার্টস, কাঁচামাল, ইলেট্রিক্যাল ক্যাবল এবং ফিনিস গুডস সহ সব কিছু পুড়ে নষ্ট হয়ে যায়।
যাহার আনুমানিক মূল্য ২৫,০০০,০০০০.(পচিশ কোটি ) টাকা ক্ষতি হয়।
সাভার ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো: ফরহাদ হোসেন বিটিসি নিউজ এর প্রতিবেদককে বলেন, ‘আমাদের চারটি ইউনিটের চেষ্টায় ২০ মিনিটেই আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। তবে পুরো আগুন নেভাতে প্রায় দুই ঘণ্টা সময় লাগে এই ঘটনায় কেউ হতাহত হয়নি।
ধল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ জাহিদুল ইসলাম ভূঁইয়া বিটিসি নিউজ এর প্রতিবেদককে বলেন, অগ্নিকাণ্ডে ফ্যাক্টরি ছাড়া আশপাশের বসতবাড়ির কোনো ক্ষতি হয়নি।
পরে উপজেলা নির্বাহী অফিসার রুনা লায়লা ও সহকারী কমিশনার (ভূমি) মেহের নিগার সুলতানা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বিশেষ প্রতিনিধি মোঃ লোকমান হোসেন পলা। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.