চট্টগ্রাম ব্যুরো: বাগীশিক কেন্দ্রীয় সংসদের উপদেষ্টা বিশিষ্ট সমাজ অনুভাবক শিবু প্রসাদ দত্ত বলেছেন গীতা শিক্ষা মানুষের অন্তরকে বিকশিত করে। গীতার আলো জ্বালানোর মধ্য দিয়ে মূলত অন্তর আত্মাকে বিকশিত করতে হবে।
মানব জাতিকে আলোকিত করতে গীতা শিক্ষার ভূমিকা অনস্বীকার্য।
গত ৭ ই নভেম্বর ফটিকছড়ি উপজেলা সংলগ্ন শ্রীশ্রী রাধাকৃষ্ণ সেবাশ্রমে বাগীশিক ফটিকছড়ি উপজেলা সংসদে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা গুলো বলেন।
সংগঠনের সভাপতি শিক্ষক মানস চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠানের প্রারম্ভে মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলণ করেন শ্রীমৎ নারায়ণ দাস বাবাজী। আশীর্বাদ ছিলেন শ্রীমৎ স্বামী তপনানন্দ গিরি মহারাজ।
অনুষ্ঠান উদ্বোধন করেন, বাগীশিক কেন্দ্রীয় সংসদের সভাপতি ঝন্টু চৌধুরী। মহান অতিথি ছিলেন কেন্দ্রীয় সংসদের উপদেষ্টা অধ্যক্ষ বিজয়া লক্ষী দেবী। প্রধান বক্তা ছিলেন বিশিষ্ট ধর্মভাষক, গ্রন্থকার সুদর্শন চক্রবর্ত্তী।
ভাগবতীয় বক্তা ছিলেন, শ্রীমৎ সিদ্ধ রসিক দাস ব্রহ্মচারী। শপথ বাক্য পাঠ করান বাগীশিক চট্টগ্রাম উত্তর জেলা সংসদের সভাপতি লায়ন শুভাশিষ চৌধুরী।
আলোকিত অতিথি ছিলেন, বাগীশিক প্রতিষ্ঠা প্রভাষক পলাশ কান্তি নাথ রনী, শ্রীমৎ উজ্জ্বল ব্রহ্মচারী, উত্তর জেলা সংসদের উপদেষ্টা সুব্রত চৌধুরী, সহ সভাপতি লায়ন বরুণ আচার্য বলাই।
সংবর্ধিত অতিথি ছিলেন, বাগীশিক উত্তর জেলা সংসদের উপদেষ্টা নির্মল কান্তি দেব, ফটিকছড়ি উপজেলা সংসদের প্রধান উপদেষ্টা সুমন বনিক, উত্তর জেলা সংসদের উপদেষ্টা জুয়েল চক্রবর্তী, সাধারণ সম্পাদক লায়ন বাসু চৌধুরী, উপদেষ্টা ড. শ্রীবাস চন্দ্র ভট্টাচার্য, ড. রাতুল কুমার শীল।
আরো উপস্থিত ছিলেন, ছোটন দাশ, রুপন দাশ প্রমূখ।
স্বাগত বক্তব্য রাখেন, সংগঠনের সিঃ সহ সভাপতি রুপক দে, সাধারণ সম্পাদক লিটন মহাজন।
সভা সঞ্চালনা করেন, পার্থ ঘোষ ও সৈকত চন্দ্র দাশ।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর চট্টগ্রাম ব্যুরো প্রধান স. ম. জিয়াউর রহমান। #

















