মানবাধিকারকর্মীর মানবাধিকার লঙ্ঘন, পেটাতেন গৃহকর্মীকে

 

ঢাকা প্রতিনিধি: রাজধানীর খিলগাঁওয়ের দক্ষিণ বনশ্রী এলাকার একটি বাসা থেকে নির্যাতিত গৃহকর্মী হাওয়া আক্তার (১৪)কে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় গৃহকর্তা শরিফ চৌধুরীকে আটক করেছে পুলিশ। ওই কিশোরী যার বাসায় কাজ করত, তিনি একজন মানবাধিকারকর্মী বলে পরিচয় দিয়েছেন।

গতকাল বুধবার ওই বাসা থেকে উদ্ধার করে খিলগাঁও থানা-পুলিশ। গুরুতর আহত অবস্থায় তাকে বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নির্যাতিতা কিশোরী কিশোরগঞ্জ জেলার তাড়াইলের নগরকুল গ্রামের শনু মিয়ার মেয়ে। চার সন্তানের মধ্যে সে বড়। হাসপাতালে হাওয়ার মামাত বোন শাহানাজ এ তথ্য জানান।

শাহানাজ জানান, চারমাস আগে শরিফ চৌধুরীর বাসা গৃহকর্মীর কাজে যোগ দেয় হাওয়া। প্রতি মাসে ৫ হাজার টাকা বেতন দেয়ার কথা। কিন্তু হাওয়া কাজে যোগ দেয়ার কিছুদিন পর থেকেই গৃহকর্তা ও গৃহকর্ত্রী তার সঙ্গে আর দেখা করতে দেয়নি।

দেখা করতে না দেয়ায় আমরা পরে পুলিশে অভিযোগ করি। তার প্রেক্ষিতে পুলিশ ওকে আহত অবস্থায় উদ্ধার করে ।

ঢামেক সূত্র জানায়, গৃহকর্মী হাওয়ার মাথা থেকে পা পর্যন্ত অসংখ্য আঘাতের চিহ্ন রয়েছে।

খিলগাঁও থানার এসআই সৈয়দ সাখাওয়াত হোসেন বিষয়টি নিশ্চিত করে বিটিসি নিউজকে জানান, নির্যাতনের খবর পেয়ে মেয়েটিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মেয়েটির অবস্থা গুরুতর। মেয়েটির দুই পায়ে প্রচণ্ড ব্যথা রয়েছে। পায়ের পাতা ফোলা। পুরো পিঠে অসংখ্য আঘাতের চিহ্ন রয়েছে।

এ ঘটনায় গৃহকর্তা শরিফ চৌধুরী ও তাঁর স্ত্রী নাইমাকে আটক করা হয়েছে।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.