মাধবপুরে ৪৬ কেজি গাঁজাসহ গ্রেফতার-৩

হবিগঞ্জ প্রতিনিধি: মাধবপুর উপজেলার সুরমা চা বাগানের ২০ নম্বর লালটিলা এলাকায় আজ রবিবার (০৯ জানুয়ারি) ভোরে অভিযান চালিয়ে ৪কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
মাধবপুর থানার (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক এ ঘটনার সত্যতা বিটিসি নিউজকে নিশ্চিত করেছেন।
তেলিয়াপাড়া (হরষপুর) পুলিশ ফাঁড়ি ইন্সপেক্টর মুজিবুর রহমান চৌধুরী নেতৃত্বে এসআই মো. জাকারিয়া সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে সুরমা চা বাগানের ২০নং লালটিলার সামনে থেকে আজ রবিবার ভোররাতে অভিযান চালিয়ে ৬টি প্লাস্টিকের বস্তা থেকে ৪৬ কেজি গাঁজা উদ্ধার করেন।
মাদকপাচারের ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে সুরমা চা বাগানের চন্দ্র প্রধানের ছেলে রবি প্রধান (২৫), রবি মুণ্ডার ছেলে প্রদীপ মুণ্ডা (২২) ও ভিম রাজ প্রধানের ছেলে সুমন রাজ প্রধানকে গ্রেফতার করা হয়। এ ব্যপারে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর হবিগঞ্জ প্রতিনিধি মোঃ জুনাইদ চৌধুরী। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.