মাধবপুরে ভ্রাম্যমান আদালতের অভিযান

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি: গতকাল রোববার (৭ জুন) তেলিয়াপাড়া বাজার, নোয়াহাটি মোড় এবং জগদীশপুর বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আয়েশা আক্তার।

এ সময় সামাজিক দূরত্ব না রাখা, মাস্ক পরিধান না করা ও জনসমাগম করে অপ্রয়োজনীয় দোকান খোলা রাখার অপরাধে ৭টি দোকানকে ১৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

করোনাভাইরাস প্রতিরোধে মাধবপুর জুড়ে চলছে প্রশাসনিক তৎপরতা। পথে পথে আইন-শৃঙ্খলা বাহিনীর চেকপোস্ট আর জেলা প্রশাসনের উদ্যোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত রয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা তাশনূভা নাশতারাণ বিটিসি নিউজ এর প্রতিবেদককে জানান, সকলকে প্রয়োজনে ঘর থেকে বের হলে আবশ্যিক ভাবে মাস্ক পরিধান করার নির্দেশনা দেয়া হল। জনস্বার্থে এ কার্যক্রম অব্যাহত থাকবে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি মাজহারুল ইসলাম তানিল। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.