মাধবপুরের ছাতিয়াইন বাজারে চড়ামূল্যে বিক্রি হচ্ছে মৌসুমি ফল : সর্বসাধারণের ফরমালিন আতঙ্ক!

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি: বাংলা সনের প্রথম মাস বৈশাখ শেষের দিকে। মধুমাস জৈষ্ঠ্য আসন্ন। আর ইতিমধ্যেই বিভিন্ন প্রান্ত থেকে আসা মৌসুমি ফলের বাজারে ভরপুর মাধবপুর উপজেলার সবকটি বাজার ৷
সরেজমিনে দেখা যায়, আম, লিচু, কাঁঠাল, তরমুজসহ বিভিন্ন রসালো ফলে ছেয়ে গেছে বাজার।
খুচরা ও পাইকারি ক্রেতা বিক্রেতাদের সমাগম অনেকটাই লক্ষনীয়। চলছে ধুমধাম বেচাকেনার আয়োজন। তবে বেশিরভাগ ফলই অপরিপক্ক ও খাবার অনুপযুক্ত বলে মনে করছেন ক্রেতাসাধারণ।
ফল কিনতে আসা বেশ কয়েকজনের সাথে কথা বলে জানা গেছে, বেশিরভাগ ফলই চড়া দামে বিক্রি হচ্ছে। যা সর্বসাধারণের ক্রয় ক্ষমতার বাইরে। এদিকে বাজারে বিক্রেতারা ফল বিক্রির কোন নিয়মনীতি তোয়াক্কা না করেই ইচ্ছেমতো মূল্য নির্ধারণ করছেন বলে অনেকের অভিযোগ।
আর সাথে ভেজাল, ফরমালিন ও কেমিক্যাল আতঙ্ক আছেই। ক্রেতারা ক্ষোভ প্রকাশ করে বলছেন, বিক্রেতারা অতিরিক্ত মুনাফা লাভের আশায় মৌসুমি ফলে ঔষধ ফরমালিন স্প্রে করেই যত্রতত্র বিক্রি করছেন। যা মারাত্মক স্বাস্থ্যঝুকির কারণ বলে আশঙ্কায় আছেন ক্রেতাসাধারণ।
জনস্বার্থে মৌসুমি ফলের বাজার নিয়মিত ভেজাল বিরোধী অভিযান জোরদার ও দাম নিয়ন্ত্রণে প্রশাসনের যথাযথ প্রদক্ষেপের অনুরোধ সচেতন মহলের।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি রিপন পোদ্দার#

Comments are closed, but trackbacks and pingbacks are open.