মাদারীপুরে ২০০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার-২

মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুরে ২০০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ  (ডিবি)। গ্রেপ্তারকৃতরা হলেন, ঘটমাঝি ইউনিয়নের উত্তর ঝিকরহাটি গ্রামের মৃত্যু মতলেন দর্জির ছেলে নান্নু দর্জি (৬২), একই এলাকার মৃত্যু ধলু দর্জির ছেলে নুরু দর্জি (৪২)।
এ সময় এনামুল দর্জি ও সুমন দর্জি নামের দুই ব্যক্তি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
শনিবার (২৭ সেপ্টেম্বর) ক্রাইম অ্যান্ড অপসের মাদারীপুর জেলা অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহাঙ্গীর আলমের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, শুক্রবার (২৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টায় ঝিকরহাটি এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার মাদক উদ্ধারে বিশেষ অভিযান পরিচালনাকালে থানা পুলিশ ও ডিবির টিম গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে ঘটমাঝি ইউনিয়নের উত্তর ঝিকরহাটির নান্নু দর্জির বাড়িতে মাদক কারবারি দুর্গাপূজা উপলক্ষে গাঁজা বিক্রির জন্য অবস্থান করছে। এ তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে ৯টি প্লাস্টিকের বস্তায় ৫০টি প্যাকেটে ২০০ কেজি গাঁজাসহ তাদেরকে গ্রেপ্তার করা হয়, যার বাজার মূল্য প্রায় ৪০ লাখ টাকা।
এ ঘটনায় গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে মাদারীপুর সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেফতারকৃত এনামুল দর্জির একজন পেশাদার মাদক কারবারি। সে দীর্ঘদিন যাবৎ মাদারীপুরের বিভিন্ন এলাকায় অবৈধ মাদকদ্রব্য বিক্রি করে চলছে। গ্রেফতারকৃত এবং পলাতক আসামিদের মধ্যে এনামুল দর্জির নামে মাদক মামলা সহ পূর্বের আরো ৯টি মামলা রয়েছে।
এ ছাড়াও অন্যান্য আসামিদের, নামে মাদকসহ একাধিক মামলা রয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর মাদারীপুর প্রতিনিধি মো. এস আলম। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.