মাদারীপুরে ফেনসিডিলসহ দুই ভাই আটক

মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুরে ফেনসিডিলসহ মাদককারবারি দুই ভাইকে ৪০ বোতল ফেনসিডিলসহ আটক করেছে সদর মডেল থানা পুলিশ।
বুধবার (১২ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে সদর উপজেলার ঘটকচর থেকে তাদের আটক করা হয়েছে।
আটককৃতরা হলেন, সদর উপজেলার দত্তেরহাট গ্রামের আবুল হাশেম কাজীর ছেলে এনায়েত কাজী (৩২) ও বাবুল কাজী (৩৯)।
জানা যায়, ফেনসিডিলের একটি বড় চালান মাদক কারবারিদের কাছে পাইকারি বিক্রি হচ্ছে এমন খবরে ঘটকচরে অভিযানে যায় সদর মডেল থানা পুলিশ। ঘটকচর বাজারের একটি ফলের দোকানের কাছে মজুদ রাখা ছিল ফেনসিডিল। এ সময় মাদককারবারিরা ফেনসিডিল বিক্রির সময় হাতেনাতে এনায়েত ও বাবুল কাজীকে আটক করে। তাদের কাছ থেকে ৪০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়। পরে থানার এসআই কামাল উদ্দিন মিয়া বাদী হয়ে আটক দুই ভাইয়ের নামে মাদক আইনে একটি মামলা করেন। পরবর্তীতে দুইজনকে আদালতে পাঠানো হয়ে বিচারক তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মাদারীপুর সদর মডেল থানার ওসি মো. মনোয়ার হোসেন চৌধুরী বিটিসি নিউজকে জানান, আটক দুইজন এলাকায় দীর্ঘদিন ধরে মাদক কারবারির সঙ্গে জড়িত ছিল। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে। শিগগিরই মামলার চার্জশিট আদালতে দেওয়া হবে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর মাদারীপুর প্রতিনিধি মো. এস আলম। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.