মাদারীপুরে তিন মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত-৪

মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুরে তিন মোটরসাইকেলের সংঘর্ষে ৪ যুবক নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হয়েছে আরও দুজন। মঙ্গলবার (১ এপ্রিল) দুপুর দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিক হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।
স্থানীয়রা বিটিসি নিউজকে জানান, পদ্মা সেতু এক্সপ্রেসওয়ের নাওডোবা গোলচত্বর থেকে সাহেববাজার সড়কে বিপরীতমুখী তিনটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ২ যুবক মারা যান ও আহত চারজনকে হাসপাতালে নেওয়া হলে সেখানে আরও দুজনের মৃত্যু হয়। আহত বাকি দুজনের চিকিৎসা চলছে।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ বিটিসি নিউজকে বলেন, দুর্ঘটনার স্থানটি জাজিরা থানার মধ্যে পড়েছে, শিবচর সংলগ্ন। আমরা খোঁজ নিচ্ছি। ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়েছে। আহত চারজনের মধ্যে হাসপাতালে দুজন মারা গেছেন। চিকিৎসাধীন রয়েছেন আরও ২ যুবক।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর মাদারীপুর প্রতিনিধি মো. এস আলম। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.