মাদারীপুরে জুয়া খেলার অভিযোগে ৪ যুবক আটক

মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুরের ডাসারে জুয়া খেলার অভিযোগের সন্দেহে ৪ যুবককে আটক করছে পুলিশ। মঙ্গলবার (২৬ আগস্ট) রাতে ডাসার উপজেলার নবগ্রাম ইউনিয়নের শশিকর এলাকা থেকে তাদের আটক করা হয়। 
আটককৃতরা হলেন, একই উপজেলার খিলগ্রামের সালাম তালুকদারের ছেলে আসিব তালুকদার (২৪), বাঘমারা গ্রামের গোপাল মল্লিকের ছেলে বিপ্লব মল্লিক (২৩) একই গ্রামের ছেলে পুলিন মল্লিকের ছেলে মিলন মল্লিক (২৫) ও শশীকর গ্রামের অনিল রায়ের ছেলে অংকন রায় (২৬)।
পুলিশ জানায়, মাদারীপুরের ডাসার উপজেলার গোপালগঞ্জের কোটালীপাড়ার সীমান্তবর্তী এলাকায় বিলের পানির মধ্যে একটি পরিত্যক্ত উঁচু ভিটায় বর্ষা মৌসুমে আসর বসিয়ে জুয়া খেলা পরিচালনা করে আসছে একটি চক্র। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযানে যায় পুলিশ। ঘটনাস্থল থেকে আটক করা হয় ৪ জনকে।
মাদারীপুরের ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. এহতেশামুল ইসলাম বিটিসি নিউজকে বলেন, আটক কৃতদের জিজ্ঞাসাবাদ শেষে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। সীমানাবর্তী এলাকায় একটি চক্র জুয়া খেলার নেতৃত্ব দিচ্ছে, তাদেরও আইনের আওতায় আনা হবে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর মাদারীপুর প্রতিনিধি মো. এস আলম। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.