মাদারগঞ্জে র‌্যাবের অভিযানে একজন মাদক ব্যবসায়ী আটক


জামালপুর প্রতিনিধি: জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় ৩৫পিছ ইয়াবা বড়িসহ একজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১৪। গতকাল মঙ্গলবার রাতে উপজেলার চর দুধিয়াগাছা গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক মাদক ব্যবসায়ী জামালপুরের মাদারগঞ্জ উপজেলার চর বাইটান গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে মো. শওকত হোসেন (৩২)।
জানা গেছে, র‌্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সহকারী পুলিশ সুপার এম. এম. সবুজ রানার নেতৃত্বে একটি আভিযানিক দল ১ ডিসেম্বর রাত সোয়া সাতটার দিকে মাদারগঞ্জ উপজেলার চর দুধিয়াগাছা গ্রামে অভিযান পরিচালনা করে। এসময় ওই গ্রামের মো. আব্বাস আলীর গরুর ফার্মের পিছনে রাস্তা থেকে মাদক ব্যবসায়ী মো. শওকত হোসেনকে আটক করা হয়।
এ সময় তার কাছ থেকে ৩৫টি ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ১০ হাজার ৫০০ টাকা। মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদারগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।
র‌্যাবের জামালপুর ক্যাম্পের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিটিসি নিউজকে এসব জানানো হয়।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর জামালপুর প্রতিনিধি লিয়াকত হোসাইন লায়ন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.